বাড়ল কলেজে ভর্তির সময়সীমা, বড় আপডেট দিলেন ব্রাত্য বসু

প্রীতি পোদ্দার, কলকাতা: অন্য রাজ্য থেকে বাংলায় এসে পড়ার আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যার জেরে এবার ফের ভর্তির সময়সীমা (WB College Admission 2025) বৃদ্ধির পথে রাজ্য সরকার! জানা গিয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়ার সময়সীমা শেষ হয়েছিল ১ জুলাই। তবে এই সময়সীমা এবার বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।

ভিন রাজ্যের পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি!

প্রাথমিক রিপোর্ট সূত্রে উচ্চ শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে যে দুই সপ্তাহ আগে এই অনলাইন পোর্টাল চালু হয়েছিল। আর সেই সূত্রে এখনও পর্যন্ত বাংলার বাইরে কেন্দ্রশাসিত অঞ্চল-সহ মোট ২২টি রাজ্য থেকে আবেদনপত্র জমা পড়েছে। তার মধ্যে আন্দামান ও নিকোবর থেকে ৫৪টি আবেদন জমা পড়েছে। পাশাপাশি সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড থেকেও বহু সংখ্যক পড়ুয়া আবেদন করেছেন বলে জানা গিয়েছে। আর এই আবহে এবার পোর্টালে ভর্তি প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করা হল।

বাড়ানো হল ভর্তির সময়সীমা

জানা গিয়েছে, এই পোর্টালের ১ জুলাই আবেদনের শেষ তারিখ হলেও প্রার্থীদের সংখ্যা এবার বৃদ্ধি পাওয়ার কারণে সেই সময়সীমা এবার বাড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

এছাড়াও তিনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যে ৬টা পর্যন্ত মোট তিন লক্ষ ২৫ হাজার ৩৪২ জন নাম নথিভুক্ত করেছেন পোর্টালে এবং আবেদন করেছেন ১৮ লক্ষ ২৪ হাজার ৯১৪জন।

বড় আপডেট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

সব মিলিয়ে ভিন রাজ্যের বাসিন্দার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মোট ২৯০১ জন। এছাড়াও ওয়েবসাইটে পড়ুয়াদের সহায়তার জন্য যে চ্যাটবট ‘বীণা’ চালু করা হয়েছিল, তার মধ্যে উত্তর দিয়েছিল ৩৩ হাজার ২৬৭ জনের প্রশ্নের। আগে জানান হয়েছিল, প্রথম দফার সবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে কলেজগুলিতে যদি বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন থাকে, তাহলে সেই ফাঁকা সংখ্যার ভিত্তিতে পুনরায় একটি মেধা তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ মেধার ভিত্তিতে আবার ভর্তির সুযোগ পাবে।

আরও পড়ুন: তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশনে বড় বদল! বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের

এই প্রসঙ্গে নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের প্রাক্তন সভাপতি পূর্ণচন্দ্র মাইতি বলেন, ‘‘ছাত্র ছাত্রীদের স্বার্থের কথা ভেবে সময়সীমা বাড়িয়ে দেওয়ার উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু ওবিসি সংরক্ষণের আইনকে ফাঁকি দিয়ে কোনও কিছু করলে পুনরায় জটিলতা সৃষ্টি হবে। তাই ভেবে চিন্তে রাজ্য সরকারেরপদক্ষেপ করা উচিত। ’’

অন্যদিকে আবেদন প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি হওয়ার জেরে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী বাকি প্রক্রিয়ার যে সময়সীমা নির্ধারিত ছিল, তাও পরিবর্তন হবে বলে মনে করছে শিক্ষা মহলের একাংশ।

Leave a Comment