সৌভিক মুখার্জী, কলকাতা: বিধানসভা ভোটের আর মাত্র কয়েকটা মাস বাকি। তার আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে রাজনৈতিক এবং উন্নয়নের বার্তা একসঙ্গে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিলিগুড়ির মাটিগড়ায় মহাকাল মন্দির অনুষ্ঠান থেকে স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, “বাংলাকে এক নম্বর করব বলেছি, করেই ছাড়ব।”
উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ সফর
উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো মাটিগড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস। আজ বিকেল সাড়ে তিনটা নাগাদ মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছন এবং বিকেল চারটে পনেরো মিনিট নাগাদ শঙ্খধ্বনির মাধ্যমে শিলান্যাস করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, প্রশাসনিক আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা।
মঞ্চ থেকে নাম না করে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সর্ব ধর্মে বিশ্বাসী। কোনও নির্দিষ্ট ধর্মকে সামনে রেখে রাজনীতি করি না। প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব উৎসব রয়েছে। সেগুলিকে শান্তিপূর্ণভাবেই পালন করে সবাই। কিছু কিছু মানুষ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানাতে চলেছে।”
বাংলাকে এক নম্বর করেই ছাড়বেন মুখ্যমন্ত্রী
এদিন মমতা বক্তব্য রাখেন, বিশ্বের অন্যতম বৃহৎ শিব মন্দির হবে এটি। ১৭.৪১ একর জমির উপর তৈরি করেছি। মহাতীর্থে মোটামুটি ১ লক্ষ দর্শনার্থী আসতে পারবে। মূল মন্দির ছাড়াও মহাকাল মূর্তি তৈরি করা হয়েছে, যেটি বিশ্বের সবথেকে উচ্চতম। আমরা আগেই বলেছি, বাংলাকে এক নম্বর করব। এখনও বলছি তা করেই ছাড়ব।”
উল্লেখ্য, এই মন্দিরটি নির্মাণে কাজ করবে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। পাশাপাশি জাতীয় সড়ক, রেললাইন থেকে শুরু করে চামটা নদীর পাশে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা হবে আরও সুবিধাজনক। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের মধ্যে ধর্মীয় স্থানগুলির কথাও তুলে ধরেন। তিনি জানিয়েছেন, দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দিরে স্কাইওয়াক নির্মাণ, ঝাড়গ্রামের কনকদূর্গা মন্দির, তারকেশ্বর, তারাপীঠ, কঙ্কালীতলা, মাহেশের মন্দিরের সংস্কার, ফুরফুরা শরীফের উন্নয়ন সবকিছুই বিশ্বের ঐতিহ্য। আর এটিও তেমনই হয়ে উঠবে।