২৫ বছরের ঠাকরে সাম্রাজ্যের পতন, কীভাবে BMC-র দুর্ভেদ্য প্রাচীর ভেদ করল বিজেপি?

BMC Election Results 2026 BJP lead alliance for a big victory

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুম্বই পৌরসভা নির্বাচনে (BMC Election Results 2026) নিরঙ্কুশ জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। সেই সূত্রেই, প্রথমবারের জন্য মহারাষ্ট্রের পৌরসভার সিংহাসনে বসতে চলেছেন বিজেপি জোটের মেয়র। এ নিয়ে ইতিমধ্যেই, রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। সেই সাথে, সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করায় ফল পেয়েছে বিজেপি। বলাই বাহুল্য, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মহাযুতি জোটের ধাক্কায় মুম্বইয়ে পতন হল ঠাকরে দুর্গের।

আলোচনার কেন্দ্রবিন্দুতে বৃহন্মুম্বই

মহারাষ্ট্রের 29টি পৌর কর্পোরেশনের নির্বাচনে জনতার রায়ে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টির জোট। এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় উঠেছে ভারতের সবচেয়ে ধনী তথা এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পৌর সংস্থা বৃহন্মুম্বইয়ের নাম। সন্ধ্যার সর্বশেষ প্রবণতা অনুযায়ী, বিএমসি নির্বাচনে 227টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এবং শিবসেনার জোট 130টি ওয়ার্ডে নেতৃত্ব দিচ্ছিল। অন্যদিকে ঠাকরেরা 71 ওয়ার্ডে ক্ষমতা ধরে রেখেছিলেন।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, একমাত্র বৃহত্তম দল হিসেবে ভারতের সবচেয়ে ধনী পৌরসভায় 93টি ওয়ার্ড একাই ধরে রেখেছিল ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে শিবসেনা এগিয়েছিল 27টি ওয়ার্ডে। এছাড়াও কংগ্রেস এগিয়েছিল 14টি ওয়ার্ডে। অন্যান্যরা এগিয়েছিল 16 ওয়ার্ডে। এদিকে বিএমসির এখনও পর্যন্ত ঘোষিত ফলাফল কংগ্রেসের জন্য স্বস্তির। কারণ, কংগ্রেস প্রার্থী আশা কালে জয়লাভ করেছেন ইতিমধ্যেই। তাতে উৎসব এদেশের দলীয় কর্মীদের।

ধাক্কা খেল ঠাকরে গোষ্ঠী

মুম্বইয়ের পৌরসভা বা বৃহন্মুম্বই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং শিবসেনা গোষ্ঠীর উত্থান ঠাকরে গোষ্ঠীকে বড় ধাক্কা দিল তা বলাই যায়। কেননা, মুম্বইয়ে আজ থেকে কম করে 25 বছর প্রভাব বিস্তার করেছিল এই গোষ্ঠী। তবে বিজেপি এবং শিণ্ডে গোষ্ঠীর সাফল্য ঠাকরে দুর্গ একেবারে গুঁড়িয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা, মুম্বইয়ের যুবসমাজ রাজ ঠাকরের “বহিরাগত বনাম স্থানীয়”রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। মহারাষ্ট্রের এই শহরের একটা বিরাট জনসংখ্যা আর শিবসেনার পক্ষে দাঁড়াচ্ছে না।

কীভাবে মুম্বইয়ের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করল বিজেপি?

মহারাষ্ট্রের রাজনৈতিক বিশেষজ্ঞ এবং ভারতীয় জনতা পার্টির বিশেষজ্ঞ সিনিয়র সাংবাদিক চন্দ্রকান্ত শিণ্ডে বিজেপির কৌশল এবং জয়ের কারণ ব্যাখ্যা করেছেন। মুম্বইয়ে ঠাকরে দুর্গের পতন এবং বিজেপির জয়ের পেছনে চারটি কারণ ব্যাখ্যা করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্বাচনী প্রচারের সময় ভারতীয় জনতা পার্টি মূলত উন্নয়ন এবং অবকাঠামের উপর বিশেষ জোর দিয়েছিল। গেরুয়া শিবির মূলত উপকূলবর্তী রাস্তা, মেট্রো এবং অন্যান্য উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়ায় মুম্বইয়ের একটা বড় অংশের ভোটার বিজেপিমুখী হয়েছে।

অবশ্যই পড়ুন: “বারবার মেসেজ করতেন!” সূর্যকুমারকে নিয়ে বলায় অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মামলা

দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র বাবু এবং একনাথ শিন্ডে একত্রিত হওয়ায় শক্তি বেড়েছে ভারতীয় জনতা পার্টির। শিব সেনা এবং বিজেপির এই জোট সাফল্য এনে দিয়েছে। এছাড়াও ভারতীয় জনতা পার্টির জয়ের কারণ হিসেবে ওই সাংবাদিক বলেন, বিজেপির প্রার্থীরা প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, বুথে বুথে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনে সেগুলি নির্মূল করার আশ্বাস দিয়েছিলেন। যার প্রভাব পড়েছে ভোট ব্যাঙ্কে। একই সাথে বিএমসি নির্বাচনের বহু আগে থেকেই বিজেপি সব রকম প্রস্তুতি সেরে রেখেছিল। সেই সূত্রেই সাফল্য এসেছে।

Leave a Comment