শীতের শেষ ইনিংসেও সতর্কতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, আগামীকালের আবহাওয়া

South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ কেটে গেলেও এখনও শীতের দাপট কমছে না রাজ্যে, বরং পাল্লা দিয়ে যেন কমছে তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্য এখন কার্যত কাঁপছে। গত ১৮ বছরের রেকর্ড ভেঙে এবারের শীত রীতিমতো ‘মারকাটারি’ মেজাজে ব্যাটিং করছে। তবে এবার শীত বিদায়ের পালা দক্ষিণবঙ্গে (South Bengal)। সোমবার থেকেই তাপমাত্রা বাড়তে চলেছে রাজ্যে।

মাঘের প্রথম সপ্তাহ পেরোনোর পরেই কলকাতা এবং দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা ক্রমশ কমতে শুরু করেছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে শীতের তীব্রতা আরও ক্ষীণ হয়ে আসবে। দেশের উত্তর–পশ্চিমে একটি ঝঞ্ঝা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের কামড় সাময়িকভাবে কমে গেছে। আজ, শুক্রবার, দেশের উত্তর–পশ্চিমে নতুন করে একটি ঝঞ্ঝা তৈরি হতে যাচ্ছে। এর প্রভাবেই কলকাতা–সহ দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা দু’–তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শীত পুরোপুরি এখনই চলে যাচ্ছে না। কিছুটা তার রেশ এখনও অনুভূত হবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গে শীতল এবং শুষ্ক ভাব বজায় থাকবে। তবে উত্তরের শীতল হওয়ার কনকনানি থাকবে বেশ। তবে সোমবার থেকে কলকাতার রাতের তাপমাত্রা ফের ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনাও খুব বেশি। অন্যদিকে রাতের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলার অনেক অঞ্চলে নতুন করে কুয়াশা দেখা দিতে পারে। কুয়াশার ঘনঘটা বাড়বে। সোমবার পর্যন্ত নদিয়া মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে।

আরও পড়ুন: ‘শরীরের নান জায়গায় ছুঁয়েছে…’ বেলডাঙায় ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন আক্রান্ত সাংবাদিক

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে শীতের দাপট ধীরে ধীরে কমলেও উত্তরবঙ্গে এখনই কমছে না শীত। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। ফলে যাতায়াতের জন্য সাবধানতা অবলম্বন করার কথা বলা হচ্ছে।

Leave a Comment