বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাঁদের আপন বলতে কেউ নেই এ দুনিয়ায়। বাবা-মা হারা যে সন্তানদের অনাথ আখ্যা দেয় সমাজ। চার দেওয়ালের আশ্রম যাঁদের সুখ, দুঃখ, হাসি-কান্নার সাক্ষী। সেই অনাথ আশ্রমের স্বজনহারা শিশুদের জন্য বিরাট পদক্ষেপ নিল রেল। চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে জীবনটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে ওদের। দূর থেকে দু একবার ট্রেনের ছুটে যাওয়ার শব্দ পেয়েছে ওরা। তবে এক্সপ্রেস নামক ওই বস্তুটিতে চড়া হয়নি কখনও। এবার খুদেদের সেই অপ্রাপ্তি ঘোঁচাবে রেল। জানা যাচ্ছে, দেশের প্রথম বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper Train) চড়বে 10 জন স্বজনহারা শিশু।
রেলের মানবিক উদ্যোগ
সব ঠিক থাকলে, আগামীকাল অর্থাৎ 17 জানুয়ারি, মালদার বুকে দাঁড়িয়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেই বিশেষ ট্রেনে নিয়ে কৌতূহলের অন্ত নেই দেশবাসীর। হাওড়া-গুয়াহাটি রুটে ছুটতে যাওয়া এই এক্সপ্রেস ট্রেনটিতেই এবার অনাথ আশ্রমের 10 জন শিশুর ভ্রমণের সুযোগ করে দিল ভারতীয় রেল।
জানা যাচ্ছে, মালদা জেলার হাবিবপুর ব্লকের বানপুর গ্রামের শান্তি কুঞ্জ আশ্রমের অন্তত 10 জন শিশুকে দেশের প্রথম বন্দে ভারতে ভ্রমণের সুযোগ করে দেওয়া হয়েছে। ভারতীয় রেলের গর্ব বিলাসবহুল এই স্লিপার ট্রেনটিতে স্বজনহারা শিশুদের ভ্রমণের ব্যবস্থা করাটা ভারতীয় রেলের কাছে এক প্রকার স্বপ্ন পূরণের মতোই। এদিকে, দেশের নতুন ট্রেনে চড়তে পারবে জেনে আনন্দে আত্মহারা ওই আশ্রমের শিশুরা। রেলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেট পাড়ার মানুষজন থেকে শুরু করে ভারতের বহু সচেতন নাগরিক।
অবশ্যই পড়ুন: KKR-র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারতেন মুস্তাফিজুর রহমান! কিন্তু তিনি যা করলেন…
এ প্রসঙ্গে, মালদা রেল ডিভিশনের জনসংযোগ আধিকারিক রসরাজ মাঝি জানান, “17 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে মালদা টাউন স্টেশন থেকে উদ্বোধন হবে, ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের। আর এই ঐতিহাসিক দিনে আশ্রমের শিশুরাও এই ট্রেনে সফর করার সুযোগ পাবে। স্কুল ছাত্র ছাত্রী এবং আশ্রম মিলিয়ে মোট 60 জন শিশুর জন্য বন্দে ভারত স্লিপারে বিশেষ সফরের ব্যবস্থা করা হয়েছে।”