সৌভিক মুখার্জী, কলকাতা: 2026 সালে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে বিরাট ধাক্কা দিতে চলেছে টাটা মোটরস। হ্যাঁ, টাটার আসন্ন Sierra EV এসইউভি (Tata Sierra EV) এবার শুধুমাত্র প্রযুক্তির দিক থেকে নয়, বরং পুরনো Sierra প্রেমীদের জন্যও আনতে চলেছে বিরাট আকর্ষণ। কিন্তু কি কি ফিচার্স থাকবে আর কবে নাগাদ এই মডেল বাজারে আসবে? জানুন এই প্রতিবেদনে।
2026-এ বাজারে আসছে Tata Sierra EV
Tata Sierra EV 2026 সালেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলে বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে। আশা করা হচ্ছে, বছরের মাঝামাঝি সময়ে এটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হতে পারে। যদিও এখনও টাটা মোটরস অফিসিয়াল ভাবে লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেনি। তবুও প্রোডাকশন রেডি মডেলগুলি শোরুমে দেখানো হতে পারে, যাতে গ্রাহকরা ফিডব্যাক দিতে পারে।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, Sierra EV তৈরি হবে টাটার নতুন Acti.EV প্ল্যাটফর্মে, যেখানে Harrier EV তৈরি হয়েছে। আর এতে সিঙ্গল মোটর ফ্রন্ট হুইল ড্রাইভ এবং ডুয়াল মোটর অল হুইল ড্রাইভ অপশন থাকবে, যা কিনা শক্তিশালী পারফরমেন্স এবং স্মুথ ড্রাইভিং অভিজ্ঞতা দেবে বলেই অনুমান করা হচ্ছে।
ব্যাটারি ও রেঞ্জ
Sierra EV-তে পাওয়া যাবে বড় ব্যাটারি প্যাক। যেমন 55kWh, 65kWh, এবং 75kWh। এর ফলে একবার চার্জ দিলে 450 থেকে 500 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে বলে অনুমান করা হচ্ছে। তাই দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে ভালবাসা ইভি গ্রাহকদের জন্য এটিই হতে চলেছে দারুণ সুবিধা।
এদিকের ডিজাইনে Sierra EV আইকনিক স্টাইল রাখবে। কারণ, ICE সিয়েরার গ্লাসহাউস ডিজাইন এবং আলপাইন গ্লাস রুফ থাকতে পারে এই গাড়িতে। একইসঙ্গে ইলেকট্রনিক ভার্সনের জন্য আধুনিক ফিউচারিস্টিক ডিজাইন যোগ করা হবে, যা এটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। এদিকে এর ইন্টেরিয়ারও হবে প্রিমিয়াম। এই গাড়িতে থাকবে 3-স্ক্রিন সেটআপ, বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, iRA সংযুক্ত কার প্রযুক্তি, এবং নিরাপত্তার জন্য ADAS লেভেল 2।
আরও পড়ুন: ‘বাংলাকে এক নম্বর করব বলেছি, করেই ছাড়ব!’ উত্তরবঙ্গে গিয়ে জানালেন মমতা
প্রসঙ্গত, Tata Sierra EV নামটি ভারতের বাজারে নস্টালজিয়ার ইঙ্গিত দিয়ে থাকে। আর এই নতুন ইলেকট্রিক ভার্সনটি পুরো ডিজাইনটকে আধুনিকভাবে বাজারে নিয়ে আসবে তা বলার অপেক্ষা রাখে না। আর টাটা ইতিমধ্যেই ইভি বাজারে পাকাপোক্ত অবস্থান করছে এবং সেই বিশ্বাসকে আরও বাড়বে বলেই দাবি করা হচ্ছে। তবে প্রত্যাশা করা হচ্ছে যে, এই গাড়ির প্রারম্ভিক মূল্য হতে পারে 25 লক্ষ টাকা। আর ব্যাটারি, সাইজ এবং ভেরিয়েন্ট অনুযায়ী দাম পরিবর্তিত হতে পারে।