সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ জানুয়ারি, শুক্রবার। বেলডাঙায় তুলকালাম, বাংলার ক্রিকেটারের মৃত্যু, ইরানের উপর মার্কিন হামলা স্থগিত, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ৬২ বছরে প্রয়াত বাংলার অলরাউন্ডার ক্রিকেটার
৬২ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার প্রাক্তন অলরাউন্ডার ক্রিকেটার অজয় বর্মা। ১৯৮৬-৮৭ থেকে ১৯৯৭-৯৮ পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি বাংলার হয়ে মোট ২৫টি ম্যাচে ১২৬৩ রান করেছেন এবং ৪৬টি উইকেট নিয়েছেন। ১৯৯১ থেকে ১৯৯৬-৯৭ পর্যন্ত লিস্ট এ ক্রিকেটে ১১টি ম্যাচে ৩৪৩ রান করেছেন এবং ৭ উইকেট নিয়েছিলেন। ব্যাটিং এবং বোলিং দুই দিক থেকেই পারদর্শী ছিলেন অজয়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোচিং করতেন। তবে তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা ক্রিকেট মহল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) দুর্ঘটনা রুখার জন্য বাংলার লোকাল ট্রেনে কবচ প্রযুক্তি
বাংলায় দুর্ঘটনার রুখার জন্য লোকাল ট্রেনে এবার কবচ প্রযুক্তি বসানোর সিদ্ধান্ত নিল। পূর্ব রেলের ৪৪৩ কিলোমিটার রুটে এই সিস্টেম কার্যকর করা হবে। আর এর জন্য মোট ২২৩.৮৩ কোটি টাকা খরচ করা হবে। কবচ লোকো পাইলটদের গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে ব্রেক প্রয়োগ করবে। প্রথমে হাওড়া-সাঁতরাগাছি, লিলুয়া-বেলুড় মঠ, তারকেশ্বর-গোঘাট, ময়নাপুর-বিষ্ণুপুর সহ মোট ১৫টি রুটে এই কবচ বসানো হবে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) প্রায় চার মাস বন্ধ থাকবে বেলঘড়িয়া ফ্লাইওভার
বেলঘড়িয়া রেলওয়ে ফ্লাইওভার মেরামতের কারণে ১৭ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ থাকবে। ফ্লাইওভারের গার্ডারে ত্রুটি ধরা পড়ার কারণে স্বাস্থ্য পরীক্ষা এবং যৌথ পরিদর্শনের পর দ্রুত মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিডব্লিউবিডি জানিয়েছে, কাজ শেষ হতে মোটামুটি সাড়ে তিন থেকে চার মাস সময় লাগতে পারে। যানজট এড়ানোর জন্য ট্রাফিক পুলিশ বিকল্প কিছু রুট নির্ধারণ করেছে। উত্তর শহরতলীর গুরুত্বপূর্ণ এই ফ্লাইওভার বন্ধ থাকার কারণে বিটি রোড এবং বিরাটি গামী যাত্রীদের বাড়তি সময় নিয়ে বেড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ঝাড়খন্ডে খুন বাঙালি পরিযায়ী শ্রমিক, প্রতিবাদে বেলডাঙায় অবরোধ
ঝাড়খন্ডে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্য মৃত্যু ঘিরে বেলডাঙায় ছড়িয়েছে উত্তেজনা। পরিবার অভিযোগ করছে, বাঙালি হওয়ার কারণে তাকে মারধর করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং পরে আত্মহত্যা সাজানো হয়। ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলডাঙায় ১২ নম্বর জাতীয় সড়ক এবং রেললাইন অবরোধ করেছিল স্থানীয়রা। ফলে যান এবং রেল চলাচল ব্যাহত হয়। বিজেপি শাসিত রাজ্যে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ চলতে থাকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বাংলাদেশে হিন্দু শিক্ষকের বাড়িতে লাগিয়ে দেওয়া হল আগুন
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ফের বাড়ল উদ্বেগ। সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক হিন্দু শিক্ষক বীরেন্দ্র কুমারদের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। তবে সৌভাগ্যবশত কেউ আহত না হলেও গোটা পরিবারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। আর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একের পর এক হিন্দু নাগরিক খুন এবং বাড়িতে আগুন লাগানোর ঘটনা সামনে আসছে। মানবাধিকার সংগঠনগুলি বলছে, রাজনৈতিক দোষারোপের মাঝে সবথেকে বেশি হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) মুকুল রায়ের বিধায়ক পদ খারিজে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলায় এবার বিরাট স্বস্তি দিল দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত এবং সেখান থেকে জানানো হল, আপাতত মুকুল রায় বিধায়ক হিসেবেই থাকবেন। অসুস্থতার কারণে বিধায়ক পদের সুবিধা প্রয়োজন হতে পারে বলেই এই সিদ্ধান্ত রাখা হচ্ছে। মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর আবেদনের ভিত্তিতে মামলা শুনানি হয়েছিল। স্পিকার এবং বিরোধী দলনেতা সহ সমস্ত পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বেলডাঙায় আক্রান্ত হলেন জি ২৪ ঘন্টার সাংবাদিক সোমা মাইতি
মুর্শিদাবাদের বেলডাঙা সংখ্যালঘু শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে এবার তীব্র অশান্তির মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন জি ২৪ ঘন্টার মহিলা সাংবাদিক সোমা মাইতি। তিনি অভিযোগ করছেন, বিক্ষোভকারীরা শারীরিকভাবে হেনস্থা করেছে। এমনকি ক্যামেরা এবং ফোন কেড়ে নেয়। পাশাপাশি মারধরও করে। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে, তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং মহিলা কমিশন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ইরানের উপর মার্কিন হামলা স্থগিত করল তিন মুসলিম দেশ
ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা আপাতত স্থগিত করল তিন মুসলিম দেশ। তারা হল সৌদি আরব, কাতার এবং ওমান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে, এই দেশগুলি ওয়াশিংটনকে বুঝিয়েছিল যে, হামলা হলে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত হতে পারে। প্রথমে কঠোর অবস্থানে থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে সুর নরম করেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও ট্রাম্পের সঙ্গে নাকি ফোনে কথা বলেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) বাংলাকে এক নম্বর বানিয়ে ছাড়বেন মমতা ব্যানার্জি
বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ভাষণ দিলেন। শিলিগুড়ির মাঠগড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে তিনি বলেছেন, বাংলাকে আমি এক নম্বর করব বলেছি এবং করেই ছাড়ব। বিজেপিকে নাম না করে আক্রমণ করে তিনি জানিয়েছেন, তৃণমূল সব ধর্মে বিশ্বাসী এবং ধর্মকে রাজনীতির হাতিয়ার করে না। এমনকি তিনি জানিয়েছেন, ১৭ একর জমিতে নির্মিত এই মহাকাল তীর্থে দূর থেকে মোটামুটি এক লক্ষ দর্শনার্থী আসতে পারবে। এমনকি তিনি রাজ্যের বিভিন্ন স্থানের উন্নয়নের কথা তুলে ধরেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) নিরাপত্তার হুমকি তৈরি করার জন্য Amazon, Flipkart এর উপর বিরাট পদক্ষেপ কেন্দ্রের
দেশের নিরাপত্তা জন্য হুমকি তৈরি করার অভিযোগে এবার Amazon, Flipkart সহ একাধিক ই-কমার্স সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে কেন্দ্র সরকার। তদন্তে জানা গিয়েছে, প্রয়োজনীয় লাইসেন্স এবং অনুমোদন ছাড়া অনলাইনে অবৈধ ওয়াকিটকি বিক্রি হচ্ছিল। কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ মোট ১৬,৯৭০ টি ওয়াকিটকি চিহ্নিত করেছে। আর এর অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো এবং মেটাকে ১০ লক্ষ টাকা করে মোট ৪৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি JioMart সহ আরও বেশ কয়েকটি সংস্থার উপর জরিমানা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন