বাংলাকে ৩২৫০ কোটির উপহার, আজ কী কী উদ্বোধন, শিলান্যাস হবে? জানালেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: আর কয়েক মাস পরেই বঙ্গে শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর তাই জনসংযোগ বাড়াতে ভোট প্রচারে কোনো ত্রুটি রাখতে চাইছে না কেউই। তাই আজ, শনিবার দুই দিনের জন্য বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সফরের প্রথম দিন, মালদহে সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভা করবেন তিনি। এবং আগামীকাল, রবিবার, হুগলির সিঙ্গুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর রাজনৈতিক সভাতেও যোগ দেওয়ার কথা। এমতাবস্থায় সফরের আগের দিন, শুক্রবার রাতে নিজের এক্স হ্যান্ডলে আসন্ন বঙ্গ সফর নিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী।

তৃণমূল সরকারকে টার্গেট মোদীর

নতুন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বঙ্গ সফরে নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চড়ছে। আর এই আবহে শুক্রবার রাতে মোদি এই সফরের আগে তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যেখানে তৃণমূল সরকারকে টার্গেট করেছেন। তিনি লেখেন, “আগামীকাল বিজেপির সমাবেশে আমি মালদা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে যাবার সুযোগের অপেক্ষায় আছি। প্রতিদিনই তৃণমূলের অপশাসনের কোনও না কোনও নতুন উদাহরণ সামনে আসছে। তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ তিতিবিরক্ত এবং এই সরকারকে প্রত্যাখ্যান করতে তাঁরা প্রস্তুত। মানুষ চায় উন্নয়নমুখী বিজেপি সরকার।” তৃণমূল সরকারকে নিশানা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের বেশ কিছু প্রকল্পের শিলান্যাস নিয়েও একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন।

আরও পড়ুনঃ SSK, MSK-র পর এই শিক্ষকদের বেতন বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার! ফাইল চাইল নবান্ন

প্রকল্পের উদ্বোধন নিয়ে পোস্ট মোদীর

পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, “মালদায় একটি অনুষ্ঠানে ৩,২৫০ কোটিরও বেশি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হবে। এছাড়াও, ওই অনুষ্ঠান থেকে হাওড়া ও গুয়াহাটির মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করা হবে—এতে আমি অত্যন্ত আনন্দিত।” প্রধানমন্ত্রীর কথায়, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো আরও মজবুত করতে কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, “ বালুরঘাট–হিলি নতুন রেললাইন, নিউ জলপাইগুড়ি স্টেশনে অত্যাধুনিক মালবাহী ট্রেন রক্ষণাবেক্ষণ কেন্দ্র, শিলিগুড়ি লোকো শেডের উন্নয়ন এবং জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা হবে শনিবার।”

আরও পড়ুন: মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাল সোনা, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোস্ট ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক শিবিরে। তৃণমূল সমর্থকদের একাংশ জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন প্রকল্পের কাছে কোনও কাজই যথেষ্ট নয়। তাই উন্নয়নের প্রশ্নে তৃণমূল সরকারকে উৎখাত করা সম্পূর্ণ ভুল ভাবনা।” এদিকে রেলমন্ত্রী অশ্বিনী যাদব জানিয়েছেন, “অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রাজ্যের ১০১টি স্টেশন পুনর্নির্মাণের কাজ চলছে। রেলের জন্য চলতি বছরে পশ্চিমবঙ্গকে ১৩,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।”

Leave a Comment