সৌভিক মুখার্জী, কলকাতা: ফের বাংলাদেশের রাজবাড়ী সদর উপজেলায় এক মর্মান্তিক ঘটনা। পেট্রোল পাম্পের এক কর্মীর মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। অভিযোগ উঠছে, তেল নেওয়ার পর টাকা না মিটিয়ে পালানোর সময় একটি এসইউভি গাড়ি ওই কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যায়, এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় পাম্প কর্মী রিপন সাহার। পরিচয়ে তিনি একজন সংখ্যালঘু হিন্দু (Bangladesh Hindus Murder)।
কীভাবে ঘটল এই ঘটনা?
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ভোট সাড়ে চারটা নাগাদ রাজবাড়ীর করিম ফিলিং স্টেশনে একটি কালো রঙের এসইউভি আসে। গাড়িটি আনুমানিক ৫০০০ টাকার তেল নিয়েছিল। কিন্তু চালক টাকা না দিয়েই গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আর তৎক্ষণাৎ পাম্প কর্মী রিপন সাহা গাড়িটিকে থামানোর চেষ্টা করে। অভিযোগ ওঠে, সেই সময় গাড়িটি তাঁকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
Another Hindu youth was ki££ed today in Rajbari, Bangladesh
BNP leader Abul Hashem ran his car over Filling Station Worker Ripon Shaha (30) while he asked to pay the price of Patrol. Later he died on spot.#BangladeshCrisis pic.twitter.com/vkcAZ1jZvS
— BANGLADESH CRISIS
(@BDcrisis) January 16, 2026
জানা যাচ্ছে, ওই মৃত কর্মীর নাম রিপন সাহা। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তিনি রাজবাড়ী সদর উপজেলার সাহাপাড়া এলাকার বাসিন্দা পবিত্র সাহার ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি ওই ফুয়েল স্টেশনে কর্মরত ছিলেন। তবে ঘটনার পর তদন্ত নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ দেখা গিয়েছে, গাড়ির পাশে রিপন এবং গাড়ির মালিক দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর মালিক গাড়িতে উঠে যান এবং গাড়ি চলতে শুরু করলে রিপন ধাওয়া করে। আর ঢাকা-খুলনা জাতীয় সড়কেই গাড়িটি রিপনকে চাপা দেয়। তখন অন্য একজন কর্মী জাকির হোসেন ঘটনাস্থলে ছুটে গিয়ে জাতীয় সড়কে রিপনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: বাংলাকে ৩২৫০ কোটির উপহার, আজ কী কী উদ্বোধন, শিলান্যাস হবে? জানালেন প্রধানমন্ত্রী
এদিকে এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করে এবং গাড়ির মালিককে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম আব্দুল হাসেম ওরফে সুজন। বয়স ৫৫। তিনি রাজবাড়ী জেলা বিএনপি প্রাক্তন কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের প্রাক্তন সভাপতি বলে পুলিশ সূত্রে খবর। পেশায় তিনি একজন ঠিকাদার। তবে পুলিশ ওই গাড়িচালক কামাল হোসেনকেও আটক করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

(@BDcrisis)