মাধ্যমিকের টেস্ট কবে? নতুন শিক্ষাবর্ষের পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ

West Bengal Board Of Secondary Education

প্রীতি পোদ্দার, কলকাতা: নতুন বছর পড়তেই ছাত্রছাত্রীদের শিক্ষানীতির কথা ভেবেই মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমিক মূল্যায়নের পাশাপাশি দশম শ্রেণির টেস্ট-এর সূচিও উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয় পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন এবং নম্বরসূচি নিয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

বড় বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আয়োজন করতে হবে ১ থেকে ১১ এপ্রিলের মধ্যে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন করতে হবে ১ থেকে ১২ অগস্টের মধ্যে। তৃতীয় ও শেষ মূল্যায়ন করতে হবে ১ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে। পাশাপাশি দশম শ্রেণির টেস্ট আয়োজন করতে হবে স্কুলগুলিকে ১৭ থেকে ৩০ নভেম্বরের মধ্যে। পর্ষদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দেশিকায় পরীক্ষা পরিচালনার পাশাপাশি প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও স্কুলগুলিকে কড়া নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ SSK, MSK-র পর এই শিক্ষকদের বেতন বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার! ফাইল চাইল নবান্ন

লার্নিং আউটকামের ওপর বিশেষ গুরুত্ব

পর্ষদ স্কুলগুলিকে নিজেদেরই প্রশ্নপত্র তৈরি করার নির্দেশ দিয়েছে এবং প্রতিটি প্রশ্নপত্রের উপরে সংশ্লিষ্ট স্কুলের নাম উল্লেখ করা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। এছাড়া, প্রশ্নপত্র তৈরির সময় ‘লার্নিং আউটকাম’ বা শিখন ফলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যদি প্রশ্ন নিয়ে কোন বিতর্ক হলে তার দায় নিতে হবে স্কুলে প্রধান শিক্ষককে। এছাড়াও স্কুলগুলো যেন নির্ধারিত সিলেবাস এবং নম্বর বিভাজন হুবহু মেনে চলে তার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

আরও পড়ুন: বাংলাকে ৩২৫০ কোটির উপহার, আজ কী কী উদ্বোধন, শিলান্যাস হবে? জানালেন প্রধানমন্ত্রী

পর্ষদের নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে, কোনও ছুটির দিনে কোনওভাবেই সামেটিভ বা সিলেকশন টেস্টের আয়োজন করা যাবে না। প্রতিটি শ্রেণীর পরীক্ষাপর্ব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং সিলেবাস সময়মতো শেষ করার জন্য এই আগাম দিনক্ষণ ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে শিক্ষক এবং অভিভাবকদের একাংশ। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার-পোষিত স্কুলগুলির প্রধানদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

Leave a Comment