পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা

Union Budget 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটের (Union Budget 2026) আগে চাকরিজীবী ও শ্রমজীবী মানুষদের জন্য আসতে পারে বিরাট সুখবর। কর্মীদের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য ইপিএফ এবং ইএসআই সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করার পথে এবার কেন্দ্র সরকার। সম্প্রতি এমনটাই ইঙ্গিত মিলেছে শ্রম মন্ত্রক সূত্রে।

বাড়তে পারে ইপিএফ এবং ইএসআই-এর বেতনের ঊর্ধ্বসীমা

শ্রম মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, বেসরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ইপিএফ এবং ইএসআই পরিষেবা পাওয়ার জন্য এবার মাসিক বেতনের উর্ধ্বসীমা ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। বর্তমানে ইপিএফ এর ক্ষেত্রে বেতনের ঊর্ধ্বসীমা যেহেতু ১৫,০০০ টাকা এবং ইএসআই এর ক্ষেত্রে ২১,০০০ টাকা, তাই এই সীমা বাড়ানো হলে লক্ষ লক্ষ কর্মী মতো সামাজিক সুরক্ষা পরিষেবার আওতায় আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

ন্যূনতম ইপিএফ পেনশনে বৃদ্ধি

এদিকে শুধু বেতনের ঊর্ধ্বসীমা নয়, বরং ইপিএফ এর ন্যূনতম মাসিক পেনশনে বাড়ানো হতে পারে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। বর্তমানে ১০০০ টাকা যে নূন্যতম পেনশন দেওয়া হয়, তা এবার বাড়িয়ে ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হচ্ছে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রবীণ নাগরিক বিশেষ করে পেনশনভোগীরা বিরাট স্বস্তি পাবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা

বলে রাখি, বর্তমানে যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানে ২০ জন বা তার বেশি কর্মী রয়েছে, সেগুলোই একমাত্র ইপিএফও আওতাভুক্ত। আর ১০ জন বা তার বেশি কর্মী থাকলে সেই প্রতিষ্ঠান ইএসআই এর আওতায় পড়ে। পাশাপাশি মাসে ১৫,০০০ টাকা পর্যন্ত বেতন হলে ইপিএফ বাধ্যমূলক, আর মাসে ২১,০০০ টাকা পর্যন্ত বেতন হলে ইএসআই বাধ্যতামূলক। দীর্ঘদিন ধরেই শ্রমিক সংগঠনগুলি এই সীমা বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছে।

আরও পড়ুন: ফের বাংলাদেশে হিন্দু হত্যা! টাকা না দিয়েই পাম্প কর্মী রিপন সাহাকে পিষে দিল বিএনপি নেতা

বাজেটেই হতে পারে চূড়ান্ত ঘোষণা

আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৬ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরামন সংসদে নতুন বাজেট পেশ করবেন। আর সেই বাজেট ভাষনেই ইপিএফ এবং ইএসআই সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। এ বিষয়ে ইপিএফও পরিষদের সদস্য এবং সাধারণ সম্পাদক এসপি তিওয়ারি বলেছেন, আমরা দীর্ঘদিন ধরেই কেন্দ্র সরকারের কাছে দাবি জানিয়ে আসছি, বেতনের বাড়ালে কর্মীরা উপকৃত হবে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আসবে। এখন দেখার বাজেটে কী ঘোষণা করা হতে পারে।

Leave a Comment