সৌভিক মুখার্জী, কলকাতা: ফের ভোগান্তিতে পড়তে চলেছে কলকাতাবাসী। হ্যাঁ, শহরের সবথেকে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Setu) আবারও রবিবার ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। আর ইতিমধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি বিকল্পর রুটও নির্ধারণ করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।
Full closure of Vidyasagar Setu from 05.00 a.m. to 01.00 p.m. on 18/01/2026 (Sunday) pic.twitter.com/lYooe7pLtn
— Kolkata Traffic Police (@KPTrafficDept) January 16, 2026
কখন বন্ধ থাকবে এই সেতু?
নির্দেশিকা অনুযায়ী, ১৮ জানুয়ারি রবিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। আর এই সময়ের মধ্যে মোট ৮ ঘন্টা এই সেতু দিয়ে কোনও রকম যান চলাচল করতে পারবে না। কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার অথরিটির তত্ত্বাবধানে এই সেতুর কিছু রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল স্টে এবং হোল্ডিং ডাউন কেবল পরীক্ষা ও মেরামতি, বিয়ারিং প্রতিস্থাপন আর অন্যান্য প্রযুক্তিগত কিছু রক্ষণাবেক্ষণ কাজ। কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা নিজেই এই নির্দেশিকা জারি করেছে।
আরও পড়ুনঃ পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা
রয়েছে বিকল্প পথ
তবে সেতু বন্ধ থাকাকালীন যানজট এড়ানোর জন্য একাধিক বিকল্প রুট নির্ধারণ করে দিয়েছে কলকাতা পুলিশ। প্রথমত, পশ্চিমমুখী যানবাহন অর্থাৎ জেরুট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়েছে যেগুলি বিদ্যাসাগর সেতুগামী, তারা টার্ফ ভিউ হয়ে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিং যাবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে। অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে ঘুরে কেপি রোড ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে হতে পারে পাথর বৃষ্টি! কালিয়াচক থানায় চিঠি RPF-র
J & N আইল্যান্ড থেকে কেপি রোড হয়ে বিদ্যাসাগর সেতুগামী যানবাহনগুলিকে ১১ ফার্লং গেট হয়ে হেস্টিংস ক্রসিং, তারপর সেন্ট জর্জেস রোডওয়ে স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠতে পারবে। পূর্বমুখী যানবাহনগুলি অর্থাৎ খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলির ক্ষেত্রে হেস্টিংস ক্রসিং থেকে বামদিকে গিয়ে সেন্ট জর্জেস গেট রোডে উঠতে হবে। তারপর স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজে উঠে যেতে পারবে। পাশাপাশি কেপি রোড থেকে ওয়াই পয়েন্ট র্যাম্প হয়ে বিদ্যাসাগর সেতুগামী যানবাহনগুলিকে ওয়াই পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তারপর কেপি রোড হয়ে রেড রোড হয়ে হাওড়া ব্রিজে চলে যেতে পারবে।