সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল (Indian Railways) একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েই চলেছে। তারই অংশ হিসেবে আজ শনিবার বন্দে ভারত স্লিপার সহ আরও ৯টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হবে। আর এই সূচনা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ও আগামীকাল রবিবার মিলিয়ে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে বাংলায়। আপনি কী এতেই খুশি হয়ে গিয়েছেন? তাহলে দাঁড়ান, সবে তো শুরু। একদিকে যখন একাধিক ট্রেনের উদ্বোধনের প্রস্ততি চলছে, ঠিক তখনই বাংলায় একগুচ্ছ ট্রেনের স্টপেজ বাড়াল ভারতী রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
বাংলায় একাধিক ট্রেনের স্টপেজ বাড়াল রেল
পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের বহু ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। এমনকি উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের ইচ্ছাও এখন মান্যতা পেয়েছে। উত্তরবঙ্গের বহু স্টেশনেও কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা।
আরও পড়ুনঃ পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা
রেলওয়ে বোর্ডের তরফে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি স্টেশনে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে। এর ফলে সাময়িক হলেও লাভবান হবেন সাধারণ রেল যাত্রীরা। রেল এও জানিয়েছে যে টিকিট বিক্রি থেকে শুরু করে যাত্রী সাধারণের ভালো সাড়া পেলে স্থায়ীভাবে কিছু ট্রেনের স্টপেজ দেওয়া হবে।

উত্তরবঙ্গের কোন কোন স্টেশন বাড়তি স্টপেজ পাচ্ছে?
১) ৭৫৭০৫/৭৫৭০৬ রাধিকাপুর-শিলিগুড়ি এক্সপ্রেস বাতাসি স্টেশনে দাঁড়াবে ।
২) ৭৫৭০৫/৭৫৭০৬ রাধিকাপুর-শিলিগুড়ি এক্সপ্রেস অধিকারী স্টেশনে দাঁড়াবে
৩) ১৫৪৬৩/১৫৪৬৪ বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেস অধিকারী স্টেশনে দাঁড়াবে।
৪) ১৫৪৮৩/১৫৪৮৪ আলিপুরদুয়ার-দিল্লি এক্সপ্রেস নকশালবাড়ি স্টেশনে দাঁড়াবে।
৫) দিঘা-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বাগডোগরা স্টেশনে দাঁড়াবে।
কোন কোন ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী?
১) নিউ জলপাইগুড়ি-তিরুচিলাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস।
২) এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস।
৩) আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস।
৪) ডিব্রুগড়-গোমতী নগর অমৃত ভারত এক্সপ্রেস।
৫) কামাখ্যা-রোহতক অমৃত ভারত এক্সপ্রেস।
৬) হাওড়া-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস।
৭) শিয়ালদা-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস।
৮) নিউ জলপাইগুড়ি-নাগেরকোল অমৃত ভারত এক্সপ্রেস।
৯) সাঁতরাগাছি-তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস।
১০) হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন।
১১) রাধিকাপুর-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস।
১২) বালুরঘাট-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস।