বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমান বিতর্ক থেকে জল গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে আসবে না বলে গোঁ ধরে বসে রয়েছে বাংলাদেশ। ওপার বাংলার ক্রিকেট বোর্ডের যা হাবভাব তাতে বিশ্বকাপ বয়কট করে দেবে তবুও এদেশে দল পাঠাবে না তারা। এমতাবস্থায়, পদ্মা পাড়ের ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে তাদের সমস্যা জানা এবং সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশে দুই সদস্যের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (International Cricket Council)। তবে শোনা যাচ্ছে, বাংলাদেশের তরফে দুই ICC সদস্যের মধ্যে এক সদস্য অর্থাৎ সংযোগ গুপ্তকে ভিসা দেওয়া হয়নি! আর তাতেই বেড়েছে সমস্যা।
বাংলাদেশ সফরে গিয়েছেন অ্যান্ড্রু ফ্রেভ
নিউজ 24 এর এক প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল ICC র দুর্নীতি এবং নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু ফ্রেভ এবং ভারতীয় নাগরিক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্তর। তবে রিপোর্ট বলছে, বাংলাদেশ সফরের জন্য অ্যান্ড্রুকে ভিসা দেওয়া হলেও ভারতীয় নাগরিক গুপ্ত বাংলাদেশের তরফে ভিসা পাননি। এর ফলে বাধ্য হয়ে আজ অর্থাৎ 17 জানুয়ারি একাই বাংলাদেশে পৌঁছন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য অ্যান্ড্রু। সেখানে পদ্মাপাড়ের বোর্ডের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলবেন তিনি।
কেন সঞ্জোগ গুপ্তাকে ভিসা দিল না বাংলাদেশ?
বাংলাদেশ ক্রিকেট দল যাতে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারে সে জন্যই দুই প্রতিনিধিকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ব ক্রিকেট সংস্থা। তবে শেষ পর্যন্ত একজনকে ভিসা দিয়ে ভারতীয় নাগরিক গুপ্তকে ভিসা না দেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই বলছেন, বাংলাদেশ এবার ICC র বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নিয়ে ফেলল। এতে আগামীতে সমস্যা বাড়বে বই কমবে না। অনেকেরই প্রশ্ন, ভারতীয় নাগরিক হওয়ার কারণেই কি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ভিসা দিল না মহম্মদ ইউনূস সরকার? এ নিয়ে অবশ্য কোনও উত্তর মেলেনি।
অবশ্যই পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী
উল্লেখ্য, একমাত্র বাংলাদেশি হিসেবে 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। 9 কোটি 20 লাখ দিয়ে তাঁকে কিরে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ওপার বাংলায় ক্রমাগত ভারত বিরোধী স্লোগান এবং ওপারে হিন্দু হত্যার ঘটনায় মুস্তাফিজকে বয়কটের ডাক দিয়েছিলেন অনেকে। সেই পরিস্থিতিতে আচমকা মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর তারপর থেকেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নিয়ে বেঁকে বসেছে BCB