সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা? শীত থাকবে না গরম! জানাল আবহাওয়া দফতর

Sarswati Puja Weather

সহেলি মিত্র, কলকাতাঃ সরস্বতী পুজোর দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া (Saraswati Puja Weather)? শীত থাকবে নাকি গরম, বৃষ্টি? এখন এই প্রশ্ন তুলছেন সকলে। এই বিশেষ দিনে শাড়ি পাঞ্জাবি পরবেন বলে অনেকেই এখন থেকে ঠিক করে রেখেছে। কিন্তু গায়ে সোয়েটার, জ্যাকেট কিংবা শাল রাখতে হবে নাকি এগুলি লাগবে না, সেটা এখনও মনস্থির করে উঠতে পারছে না কেউ। তাহলে আর অপেক্ষা না বাড়িয়ে জানিয়ে রাখা দরকার, ২০২৫ সালের মতো এবছরেও বেশ উষ্ণ আবহাওয়ার মধ্যে দিয়েই কাটবে সরস্বতী পুজো। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিসের মতে, যা শীত উপভোগ করার রবিবারের মধ্যে করে নিতে হবে। এর কারণ সোমবার ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গের। এখন যে পরিমাণে ঠান্ডা রয়েছে বা বাড়ছে তার থেকে অনেক কম শীত থাকবে উৎসবের দিন। আলিপুর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। বিশেষ করে সরস্বতী পুজোর দিন মানুষ তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়া অনুভব করবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা থাকবে।

আরও পড়ুনঃ নতুন বছরে চরম ভোগান্তি, সরকারের এক সিদ্ধান্তে অনেকেই পাচ্ছেন না রেশন

বৃষ্টি হবে পুজোর দিন?

আইএমডি কলকাতা ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে যে ফেব্রুয়ারি মাস দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ এবং শুষ্ক হবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টা ঘন কুয়াশা পড়তে পারে। সোমবার ভোরেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। অনেকে এও প্রশ্ন তুলছেন পুজোর দিন কী বৃষ্টি হবে? এর কারণ আকাশ মাঝে মধ্যেই কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। মনে হচ্ছে বৃষ্টি নামল বলে।

আরও পড়ুনঃ পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা

সরস্বতী পুজোর দিনে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া অফিসের উত্তর হল না। এছাড়া সরস্বতী পুজোর দিন পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় শীতের ভালো মতো আমেজ মিলবে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। সোমবার থেকে তাপমাত্রা বাড়বে। সোমবার থেকে বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে খবর।

Leave a Comment