প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Train) উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দুপুর দেড়টা নাগাদ মালদা টাউন স্টেশন থেকে হাওড়া-কামাক্ষা পথের এই ট্রেনের উদ্বোধন করেন তিনি। পুষ্পমালা দিয়ে সাজানো এই ট্রেনের চাকা গড়াতেই হাততালির রব উঠল চারিদিক থেকে।
বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন মোদীর
পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ মালদায় পৌঁছেই ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর দেড়টা নাগাদ, মালদহ টাউন রেলওয়ে স্টেশন থেকে পতাকা নেড়ে হাওড়া–গুয়াহাটি রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করলেন তিনি। কিছুক্ষণ ট্রেনের ভিতরেই কাটান প্রধানমন্ত্রী। একাধিক কোচে ঘুরে যাত্রী এবং স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। এমনকি ট্রেন ছাড়ার পর প্ল্যাটফর্মে নেমে লোকো পাইলটের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী ৷
#WATCH | Malda, West Bengal: PM Narendra Modi interacts with students, loco pilots as he arrives to flag off India’s first Vande Bharat Sleeper Train between Howrah and Guwahati (Kamakhya)
(Source: DD) pic.twitter.com/PN84XrhN9P
— ANI (@ANI) January 17, 2026
কী বলছেন নরেন্দ্র মোদী?
সরকারি সভা থেকে একের পর এক রেল প্রকল্পের উদ্বোধন পর দুপুর আড়াইটে নাগাদ প্রশাসনিক সভা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঞ্চে উপস্থিত রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রয়েছেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। ভারতে একের পর এক রেল প্রকল্প চালু হওয়া নিয়ে মোদি বলেন, “এক সময় বিদেশের ট্রেন দেখে ভারতীয়রা বলতেন আমাদের দেশেও এমন ট্রেন থাকলে ভালো হত। আজ দেশের ট্রেন পরিষেবা অনেক উন্নতি করেছে। ভারতীয় রেল আজ আত্মনির্ভরও বটে।” প্রধানমন্ত্রী আরও বলেন যে, এই ট্রেন মা কালী এবং মা কামাখ্যাকে জুড়ল। মোদির দাবি, আমেরিকা, ইউরোপ থেকে বেশি লোকোমোটিভ বানানো হচ্ছে ভারতে।
আরও পড়ুন: রবিবার কলকাতা পুলিশের হাফ ম্যারাথন, শহরে বন্ধ থাকবে বহু রাস্তা, জানুন বিকল্প পথ
প্রসঙ্গত, ১৬ কোচের এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের অধীনে পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হবে। এছাড়াও এই ট্রেনে ১১টি এসি থ্রি-টিয়ার কোচ, চারটি এসি টু-টিয়ার কোচ এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকছে। যার ফলে যাত্রীদের আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত নিরাপত্তা পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি ভার্চুয়ালি গুয়াহাটি–হাওড়া রিটার্ন বন্দে ভারত স্লিপার পরিষেবারও সূচনা করেছেন তিনি। এছাড়াও আজ প্রধানমন্ত্রী রাজ্যে একাধিক রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।