বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরের শুরুটা একেবারেই ভাল হয়নি বিশ্ববাসীর। 2026 এর শুরুতেই আমেরিকা ভেনেজুয়েলার সংঘাত দেখতে হয়েছে আম নাগরিকদের। এদিকে জনারোষে উত্তাল ইরান। আমেরিকাও আয়াতুল্লাহ খামেনির দেশকে এই ধরে সেই ধরে অবস্থা। যে কোনও সময় মার্কিন সেনার রোষানলে চলে আসতে পারে ইরান। সব মিলিয়ে, পারস্পারিক সংঘাতের জল ক্রমশ বিশ্বযুদ্ধের দিকে গড়াচ্ছে বলেই মনে করছেন অনেকে। আর ঠিক সেই আবহে প্রকাশ্যে এসেছে 2026 গ্লোবাল ফায়ারপাওয়ারের সামরিক শক্তি র্যাংকিং তালিকা (World Military Power Ranking 2026)। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সামরিক শক্তিতে সবচেয়ে এগিয়ে কে? ভারতই বা কততে?
শক্তিশালী সেনাবাহিনীর নিরিখে বিশ্বের এক নম্বর দেশ এটি
মোট 145টি দেশের সক্রিয় সামরিক জনবল, স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনার বিপুল সম্পদ, প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থানসহ একাধিক বিষয় নিয়ে তৈরি হয়েছে গ্লোবাল ফায়ারপাওয়ারের সামরিক শক্তি র্যাংকিং তালিকা। আর সেই তালিকাতে এ বছরও শীর্ষস্থান ধরে রেখেছে আমেরিকা। বলে রাখি, আমেরিকার কাছে এই মুহূর্ত 13,28,000 সক্রিয় সেনা রয়েছে। সেই সূত্রেই শক্তিশালী সেনাবাহিনীর দিক থেকে বিশ্বের এক নম্বর দেশকে 0.07 স্কোর দেওয়া হয়েছে।
প্রথম পাঁচে কোন কোন দেশ?
আমেরিকার পরই এবছরের গ্লোবালফায়ার পাওয়ারের সামরিক শক্তি র্যাংকিং তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের দেশের কাছে এই মুহূর্তে 13,20,000 সক্রিয় সামরিক জনশক্তি রয়েছে। ইনডেক্সে রাশিয়ার স্কোর 0.08। তালিকার তৃতীয় স্থানে রয়েছে চিন। বর্তমানে এই দেশের কাছে 20,35,000 সেনা রয়েছে। চিনের পয়েন্ট 0.08। তালিকার চতুর্থ ওখানে জায়গা পেয়েছে ভারত। ভারতের হাতে এই মুহূর্তে 14,55,550 জন সৈন্য রয়েছে। তালিকায় ভারতের স্কোর 0.12। সামরিক শক্তি ইনডেক্সে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। এই দেশটির হাতে এই মুহূর্তে 6,00000 সৈন্য রয়েছে।
অবশ্যই পড়ুন: গৌতম দেবের গলার চাদর খুলে সোনাজয়ী স্বপ্না বর্মণকে পরালেন মুখ্যমন্ত্রী! তোলপার নেট দুনিয়া
অন্যান্যদের অবস্থান
145 দেশের মধ্যে সামরিক শক্তির নিরিখে ষষ্ঠ স্থানে নাম রয়েছে যুক্তরাজ্যের। 1,84,000 এর কাছাকাছি সৈন্য রয়েছে এই দেশটির। তালিকার সপ্তম স্থানে নাম রয়েছে জাপানের। এই দেশের কাছে অবশ্য 2,47,150 জন সৈন্য রয়েছে। অষ্টম স্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্সের সেনা সংখ্যা 2,00000। এরপরই তালিকার নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে তুরস্ক এবং ইতালি। এই দুই দেশের মধ্যে প্রথম দেশের সেনা সংখ্যা 3,55,200 এবং 10 নম্বর দেশটির সৈন্য সংখ্যা 1,65,500 জন।
এরপরই তালিকার 11তম স্থানে নাম রয়েছে ব্রাজিলের। এবছর সামরিক শক্তির নিরিখে 12 নম্বরে উঠে এসেছে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তানের সেনা সংখ্যা 6,54,000। এরপরই একে একে তালিকায় রয়েছে ইন্দোনেশিয়া, জার্মানি, ইজরায়েল, ইরান, স্পেন, অস্ট্রেলিয়া, মিশর, আলজেরিয়া সহ একাধিক দেশ। বলে রাখি, এবছর সামরিক শক্তির নিরিখে 37 নম্বরে জায়গা পেয়েছি বাংলাদেশ।