প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১০ অক্টোবর রাতে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রথম বর্ষের এক ছাত্রী ধর্ষণের (Durgapur Rape Case) শিকার হয়েছিল। অভিযোগ উঠেছিল সহপাঠী ওয়াসেফ আলির সঙ্গে রাতের খাবার খেতে বেরিয়ে কলেজ ক্যাম্পাসের বাইরে নির্যাতনের শিকার হয় ওই ছাত্রী। ঘটনার পর পরিবারের দাবি অনুযায়ী পুলিশ সহপাঠীসহ মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছিল। এবার সেই ঘটনা প্রসঙ্গে বিচারকের সামনে ভয়ংকর তথ্য ফাঁস করলেন নির্যাতিতা।
দুর্গাপুর কাণ্ডে নয়া তথ্য ফাঁস নির্যাতিতার
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শুক্রবার এডিজে স্পেশাল সেশন বিচারক লোকেশ পাঠকের এজলাসে প্রায় তিন ঘণ্টা ধরে দুর্গাপুরের নির্যাতিতার সাক্ষ্যগ্রহণ করা হয়। তবে ভরা আদালতে নয়, কক্ষ বন্ধ রেখে কেবল অভিযুক্তদের আইনজীবী শেখর কুন্ডু ও সৌমেন মিত্র, তাঁদের সহকারীরা এবং বিশেষ সরকারি আইনজীবী ও বিভাস চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই এই প্রক্রিয়া হয়েছিল। সেখানেই নির্যাতিত ওইদিন রাতে সহপাঠী ওয়াসেফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে। বিচারক নির্যাতিতাকে এদিন প্রশ্ন করেন যে তিনি অভিযুক্ত ওয়াসেফকে চেনেন কি না? সেই প্রশ্নের উত্তরে নির্যাতিতা বিচারককে জানান যে, ওয়াসেফ নাকি সেদিন তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। এমনকি তাঁর যৌনাঙ্গও স্পর্শ করে।
ধর্ষণের অভিযোগ এক অভিযুক্তের বিরুদ্ধে
আদালতে দুর্গাপুরের নির্যাতিতা বিচারকের সামনে বলেন যে ওইদিন রাতে সহপাঠী ওয়াসেফ যা যা করেছিল সবটাই প্রকাশ্যে আনেন। শুধু তাই নয়, আদালতে যে পাঁচজন অভিযুক্তকে নিয়ে আসা হয়েছিল, তাঁদের মধ্যে একজনকে দেখিয়ে নির্যাতিতা জানান, সে তাঁকে ধর্ষণ করেছে। এদিকে নির্যাতিতার মুখে এই বিস্ফোরক কথা শুনে মুখ ফ্যাকাশে হয়ে যায় নির্যাতিতার সহপাঠী-সহ পাঁচ অভিযুক্তের। এর আগে নির্যাতিতা ওই ঘটনার পর হাসপাতালে ভর্তি থাকার সময়ে একপ্রকার বয়ান দিয়েছিলেন। কিন্তু পরে যখন পুলিশ তাঁর বয়ানের রেকর্ড করতে যায় তখন নির্যাতিতা সেই বয়ান বদল করে। যদিও গতকাল পুলিশকে দেওয়া বয়ানই নির্যাতিতা আদালতে বলেছিলেন।
আরও পড়ুন: এক ট্রেনে জুড়ল মা কালী-মা কামাখ্যা, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, গতকাল দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে আদালতে বিশেষ সরকারি আইনজীবীর পক্ষ থেকে নির্যাতিতার পুলিশের কাছে দেওয়া বয়ান, গোপন জবানবন্দি, এফআইআর ও ৬টি মেডিক্যাল রিপোর্ট পেশ করা হয়। এদিকে গতকাল নির্যাতিতার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। তাই আজ, শনিবার ফের সাক্ষ্য গ্রহণ রয়েছে নির্যাতিতার। এখন দেখার পালা নির্যাতিতার বয়ানে আর কী কী তথ্য বেরিয়ে আসে।