শুধুই চার-ছয়, ব্যাট হাতে বাংলাদেশকে শিক্ষা দিলেন বৈভব সূর্যবংশী!

Vaibhav Sooryavanshi Breaks Virat Kohli under 19 one day record

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনূর্ধ্ব-19 বিশ্বকাপের প্রথম ম্যাচে কঠিন পরিস্থিতি সামলে ব্যাটে রান তুলতে পারেননি বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাই আক্ষেপ নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে শনিবার মাঠে নেমেছিলেন 14 বছরের কিশোর। আর নেমেই একেবারে ঝড় তুললেন তিনি। ভারতীয় ব্যাটসম্যানের দাপুটে ইনিংসে কার্যত দুমড়ে মুচড়ে গেল বাংলাদেশের আত্মবিশ্বাস। এদিন 22 গজে ব্যাট হাতে একেবারে রাজ করলেন বৈভব। চাপের মুখে অর্ধশতরান করে তবেই মাঠ ছাড়লেন বিহারের জ্বলন্ত প্রতিভা।

ব্যাট হাতে বাংলাদেশকে শিক্ষা দিলেন বৈভব!

শনিবার, টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। সেই সূত্রে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে এবং বৈভব সূর্যবংশী। তবে মাঠে নামাই সার! শুরুটা একেবারেই ভালো হয়নি মাত্রের। বাংলাদেশের বোলারদের হাতে 6 রানে আউট হয়েই মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে। আর তারপরই ম্যাচের হাল ধরেন বৈভব। মাঝে বেদান্ত ত্রিবেদী, বিহান মালহোত্রারা মাঠে নামলেও কিছুই করতে পারেননি। ফলে বাংলাদেশকে সামলাতে হয়েছিল 14 বছরের কিশোরকেই।

এদিন ওপার বাংলার টাইগারদের একের পর এক বলে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকাছিলেন বৈভব। সেই সূত্রে সহজে অর্ধশতরান পূরণ করে ফেলেন তিনি। যাঁরা ম্যাচ দেখছিলেন তাঁদের অনেকেরই দাবি, ব্যাট হাতে বাংলাদেশকে একেবারে উচিত শিক্ষা দিয়েছেন বৈভব। যদিও অল্প কিছু রানের জন্য এদিন সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল তাঁর। শেষ পর্যন্ত 67 বলে 6টি চার এবং 3টি ছয় সহযোগে 72 রান করেই মাঠ ছাড়েন সূর্যবংশী। তবে আউট হওয়ার আগে দলের স্কোরবোর্ডে বড় রান বেঁধে দিয়ে গেলেন তিনি।

অবশ্যই পড়ুন: ১৩টি CNG, ১৮টি AC মিডি থেকে ৬টি ভলভো স্লিপার বাস চালু হচ্ছে বাংলায়, কোন কোন রুটে?

উল্লেখ্য, বৈভব সূর্যবংশীর পর আজ ব্যাট হাতে রান পেয়েছেন অভিজ্ঞান কুন্ডুও। আমেরিকার বিরুদ্ধে গত ম্যাচের নায়ক এই ম্যাচেও নিজের ক্ষমতা প্রদর্শন করলেন। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত বাংলাদেশের বোলারদের একপ্রকার বোকা বানিয়ে 90 বলে 63 রান করে অপরাজিত ছিলেন তিনি।

Leave a Comment