বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতলেও দ্বিতীয় ম্যাচে এসে ধাক্কা খেয়েছে ভারত (India Vs New Zealand)। তাতে প্রশ্ন উঠছে টিম ইন্ডিয়ার রণকৌশল নিয়ে। প্রথম দুই ম্যাচের পর এই মুহূর্তে 1-1 ব্যবধানে রয়েছে ওয়ানডে সিরিজ। কাজেই তৃতীয় ম্যাচ হতে চলেছে নির্ণায়ক। অর্থাৎ শেষ ওয়ানডেতে যে দল জিতবে তাদের পকেটেই যাবে চলতি সিরিজ। তবে ঘরের মাঠে দাঁড়িয়ে এত সহজে নিউজিল্যান্ডকে জিততে দেবে না ভারত। সেই মতোই চলছে ম্যাচের পরিকল্পনা। এক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নিউজিল্যান্ডকে হারাতে শেষ ওয়ানডেতে কোন একাদশ নিয়ে নামবে ভারত?
শেষ ওয়ানডে থেকে বাদ পড়তে পারেন ইনি
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে পাঁজরে চোট পাওয়ার কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ফলে অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ও নীতিশ কুমার রেড্ডি ছাড়া ভারতকে ভরসা যোগানোর মতো আর কেউ নেই। তবে বিগত দিনগুলিতে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি নীতিশ। ব্যাট হাতে সামান্য রান পেলেও বল হাতে ব্যর্থ হয়েছেন তিনি। উইকেট পাননি রবীন্দ্র জাদেজাও। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডের আগে হয়তো দল থেকে বাদ পড়তে পারেন নীতিশ। কিন্তু তাঁর বিকল্প কে হবে তা নিয়ে আপাতত প্রশ্ন রয়েছে।
এন্ট্রি হতে পারে অর্শদীপ সিংয়ের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বোলিং বিভাগের দুর্বলতা নিয়ে ডুবেছিল ভারত। এদিন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সামনে একেবারে অসহায় দেখাচ্ছিল মহম্মদ সিরাজদের। তবে তৃতীয় ওয়ানডেতে আর সেই ভুল করতে চায়না ভারত। আর যাই হোক বোলিং আক্রমণ দিয়ে নিউজিল্যান্ডকে রুখতেই শুভমনদের। আর সেই সূত্র ধরেই শেষ ওয়ানডেতে মহম্মদ সিরাজের জায়গায় এন্ট্রি হতে পারে অর্শদীপ সিংয়ের। এছাড়া ভারতের একাদশে বিশেষ বদল আসবে না বলেই মনে করছেন ক্রীড়া মহলের একটা বড় অংশ।
অবশ্যই পড়ুন: শুধুই চার-ছয়, ব্যাট হাতে বাংলাদেশকে শিক্ষা দিলেন বৈভব সূর্যবংশী!
শেষ ওয়ানডের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, শুভমন গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি/অন্য বিকল্প প্লেয়ার, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিং।