প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে বেজে গেল শীতের বিদায় ঘন্টা। প্রবল শীতে যারা এতদিন যাঁরা কাবু হয়ে গিয়েছিলেন, তাদের জন্য হাওয়া অফিস নিয়ে এক দারুণ সুখবর। জানা গিয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী ২৩ জানুয়ারি, সরস্বতী পুজোয় শীত বিন্দুমাত্র থাকবে না। ওইদিন নাকি যথেষ্ট গরমের অনুভূতি হবে সরস্বতী পুজোয়। তবে সেদিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
গত কয়েকদিন ধরে কলকাতার সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরের আশেপাশেই রয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি করে বাড়ছে। এর অন্যতম কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত। আসলে পরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই তাপমাত্রার পারদ বেশ ওঠানামা করছে। গতকালও উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। জানা গিয়েছে, নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে আগামী ১৯ জানুয়ারি। যার ফলে এবারের মত শীত বিদায় নেবে। ধীরে ধীরে কমে যাবে উত্তরের হওয়ার দাপট। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতার সহ দক্ষিণ বঙ্গে শীতল এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের হবে না। তবে আগামী সোমবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, সরস্বতী পুজোয় বেশ উষ্ণতা থাকবে। তবে তাপমাত্রা বাড়লেও বসন্ত পঞ্চমীতে শীতের আমেজ থাকবে পশ্চিমের জেলাগুলিতে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আগামীকালও দক্ষিণের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটার পর্যন্ত।
আরও পড়ুন: সহপাঠী ওয়াসিফ স্পর্শ করেছিল যৌনাঙ্গ, দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ভয়ঙ্কর বয়ান নির্যাতিতার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের হবে না। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটার পর্যন্ত।