বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা সময় যে ছেলেটাকে নিজের কথা বলার ধরন বা বাচনভঙ্গির জন্য হেও হতে হয়েছে নানা মহলে। সেই ছেলেই আজকের দিনে দাঁড়িয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির বাদশাহ। কারও কাছে তিনি স্বপ্নের হিরো, কেউ বা তাঁকে নিজের ছেলে হিসেবেই দেখেন। রাজনীতির ময়দান থেকে শুরু করে টিভির পর্দা, সব ক্ষেত্রেই তিনি অনায়াস। বক্স অফিসে একের পর এক সুপারহিট কাজ দিয়ে সুপারস্টার থেকে মানুষের হৃদয় আজ তিনি মেগাস্টারে পরিণত হয়েছেন। সেই দীপক অধিকারী ওরফে দেবের নামেই ডাকটিকিট চালু করল ভারতীয় পোস্ট অফিস (Dev On Postal Stamp)। এক কথায়, বাংলা টলি দুনিয়ার মেগাস্টারকে বিরাট স্বীকৃতি দিল ভারতীয় ডাক বিভাগ।
দেবের নামে ডাক টিকিট পোস্ট অফিসের
বাঙালি অভিনেতার ছবি দিয়েই ডাক টিকিট ছাপিয়েছে ভারতীয় ডাক বিভাগ। তারই এক ঝলক শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন অভিনেতা দেব। ওই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, ভারতীয় পোস্ট অফিসের ডাক টিকিটের স্ট্যাম্পে একটি রেল গাড়ির পাশেই রয়েছে অভিনেতা দেবের মুখ।
এদিন সোশ্যাল মিডিয়ায় এমন ছবি পোস্ট করেই পাগলুর নায়ক ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। পোস্ট অফিসের এই স্বীকৃতিতে তিনি কতটা খুশি তা বোঝা যাচ্ছে অভিনেতার পোস্ট দেখলেই। দেব লিখেছেন, “আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে ধন্যবাদ।”
অবশ্যই পড়ুন: অমৃত ভারত এক্সপ্রেসে থাকছে না RAC, ৫০ কিমিতে দিতে হবে ২০০ কিমির ভাড়া
টলিউড মেগাস্টার আরও লেখেন, “এমন সম্মানের জন্য আমাকে বিবেচনা করা হয়েছে এটা কল্পনার বাইরে। মানুষ হিসেবে সাধারণ জনগণের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমার কাছে বিরাট প্রাপ্তি। আমি চিরকৃতজ্ঞ থাকব।” এদিকে, প্রিয় অভিনেতার নামে ভারতীয় ডাক বিভাগে ডাক টিকিট চালু হওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত দেব ভক্তদের একটা বড় অংশ। তাঁদের কথায়, “সঠিক লোক, সঠিক স্বীকৃতি পেয়েছেন। সূত্রের খবর, গতকাল ঘাটাল মেলার উদ্বোধন করতে গিয়েই নিজের ছবিযুক্ত ডাক টিকিট প্রকাশ্যে আনেন দেব।