সহেলি মিত্র, কলকাতাঃ শীত এখনও বাংলা থেকে বিদায় নেয়নি। এরই মাঝে চলতি বছরে দেশের বর্ষার (Wet season) পরিস্থিতি নিয়ে এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে উঠে এল। এক বেসরকারি আবহাওয়া বিভাগ দাবি করেছে যে ২০২৬ সালের জুলাই মাসে এল নিনো আবহাওয়ার আবির্ভাব হতে পারে। এর ফলে প্রথমার্ধে বৃষ্টি ভালো হবে কিন্তু পরের দিকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
২০২৬-এ কম বৃষ্টি হবে ভারতে?
অপরদিকে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি জানিয়েছে যে আগামী দু’-তিন দিনের মধ্যেই দক্ষিণ ভারত থেকে দ্বিতীয় পর্যায়ের বর্ষাকাল বিদায় নেবে। এমনিতে ভারত সহ বিশ্বের অনেক জায়গায় এই বছর আবহাওয়ার ধরণ পরিবর্তিত হতে পারে। প্রাথমিক পূর্বাভাস জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর ২০২৬ সালে এল নিনো পরিস্থিতি তৈরির সম্ভাবনা নির্দেশ করে। মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (NOAA) কর্তৃক ২৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে জারি করা এল নিনো দক্ষিণী অসিলেশন (ENSO) বুলেটিন অনুসারে, বর্ষা মৌসুমের দ্বিতীয়ার্ধে এল নিনোর তৈরি হওয়ার সম্ভাবনা ৪৮ শতাংশ। এদিকে ENSO-নিরপেক্ষ পরিস্থিতির সম্ভাবনা ৪৫ শতাংশ এবং লা নিনার সম্ভাবনা ১০ শতাংশেরও কম।
তৈরি হচ্ছে এল নিনো পরিস্থিতি?
ভারত আবহাওয়া বিভাগ (IMD) তার সাম্প্রতিক পূর্বাভাসে আরও জানিয়েছে যে জুন-জুলাই-আগস্ট সময়কালে এল নিনোর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। তবে, IMD মহাপরিচালক এম. মহাপাত্র স্পষ্ট করেছেন যে এগুলি খুবই প্রাথমিক অনুমান এবং এল নিনো কোন মাসে সম্পূর্ণরূপে সক্রিয় হবে তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আগামী মাসগুলিতে পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠবে। এই পূর্বাভাস আবহাওয়াবিদ এবং জলবায়ু বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের কারণ, কারণ এল নিনোর বছরগুলিতে ভারতে সাধারণত দুর্বল বর্ষা এবং অত্যন্ত গরমে ভরা গ্রীষ্মকাল থাকে। ভারতের অর্থনীতিতে বর্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের প্রায় ৫১ শতাংশ কৃষি জমি বৃষ্টিনির্ভর, যা মোট কৃষি উৎপাদনের প্রায় ৪০ শতাংশ অবদান রাখে।
আরও পড়ুনঃ সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা? শীত থাকবে না গরম! জানাল আবহাওয়া দফতর
আবহাওয়াবিদদের মতে, লা নিনা বর্তমানে আগামী এক বা দুই মাস ধরে অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। চলতি জানুয়ারি থেকে মার্চের মধ্যে ENSO-নিরপেক্ষ পরিস্থিতিতে রূপান্তরের সম্ভাবনা ৬৮ শতাংশ। বর্ষা মৌসুমে এল নিনোর উত্থান বিশেষভাবে উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। এদিকে বাংলায় ঠান্ডা এখন অব্যাহত থাকলেও সোমবার থেকে আমূল বদলে যাবে আবহাওয়া। দিন ও রাতের পারদ এক লাফে অনেকটাই বেড়ে যাবে । তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি অবধি। আসলে শীত নতুন করে শীতঘুমে চলে যাচ্ছে। এদিকে গোঁদের ওপর বিষফোঁড়া ১৯ জানুয়ারি তৈরি হওয়া নয়া পশ্চিমী ঝঞ্ঝা, যে কারণে শীত অনেকটাই কমবে। তবে আগামী দিনে তাপমাত্রা ফের কমবে নাকি বাড়বে, সেদিকে নজর থাকবে সকলের।