রয়েছে ভারতীয় সেনা যোগ, ট্রাম্পের গাজা শান্তি বোর্ডের সদস্য কে এই অজয় বঙ্গ?

Ajay Banga gets major responsibility on trump’s peace board Know about him

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গাজায় শান্তি ফিরিয়ে আনতে ইতিমধ্যেই ‘বোর্ড অফ পিস’ বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার, নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে আমেরিকার শাসক লেখেন, “বোর্ড অফ পিস গঠন করা হয়েছে। এই কথা জানাতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমি নিশ্চিত এই বোর্ড যেকোনও স্থানে গঠিত বোর্ডগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হবে।”

রিপোর্ট অনুযায়ী, এই বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন খোদ ডোনাল্ড ট্রাম্প নিজেই। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্যের আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে বোর্ডের সদস্য নির্বাচিত করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিশ্বব্যাঙ্কের বর্তমান প্রধান তথা ভারতীয় বংশোদ্ভুত অজয় বঙ্গকে (Ajay Banga) এই বোর্ডের দায়িত্বে রাখা হয়েছে। আর তারপরই অজয়কে নিয়ে বেড়েছে চর্চা।

আরও পড়ুনঃ সরস্বতী পুজোয় বৃষ্টির আশঙ্কা? শীত থাকবে না গরম! জানাল আবহাওয়া দফতর

কে এই অজয় বঙ্গ?

খোঁজ নিয়ে জানা গেল, ভারতীয় বংশোদ্ভুত অজয় বঙ্গ মহারাষ্ট্রের পুনেতে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা ছিলেন একজন আর্মি অফিসার। নিজের কলেজ জীবনটা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্ট শফিফেনসে কাটিয়েছিলেন তিনি। এই কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করার পর আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন বঙ্গ।

বলে রাখি, 1980 সালে প্রথমবারের মতো নেসলে সংস্থায় যোগ দিয়েছিলেন অজয়। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই সংস্থার বিভিন্ন পদে দায়িত্ব সম্মেলন তিনি। সেখান থেকে বেশ কিছু সংস্থা ঘুরে বর্তমানে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন অজয়। 2023 সালের, জুন মাসে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন তিনি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনকালে এই পদ পেয়েছিলেন অজয় বঙ্গ।

অবশ্যই পড়ুন: ভিসা পেলেন না ভারতীয় সদস্য, ICC-র বিরুদ্ধেই এবার কঠোর পদক্ষেপ বাংলাদেশের!

কত সম্পদের মালিক অজয় বঙ্গ?

জানা গিয়েছে, অজয় বঙ্গ পেপসিকো ইনকর্পোরেট যোগ দেওয়ার পরই এই সংস্থা ভারতে একটি ফাস্টফুড ফ্রাঞ্চাইজি চালু করেছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, 14 জুলাই 2021 সাল পর্যন্ত অজয় বঙ্গের আনুমানিক মোট সম্পদের পরিমাণ ছিল 206 মিলিয়ন ডলার। জানা গিয়েছে, Mastercard এর সিইও থাকাকালীন প্রথম বছরেই 13.5 মিলিয়ন ডলার আয় করেছিলেন অজয়। কাজেই 2026 সালে দাঁড়িয়ে বিশ্বব্যাঙ্কের প্রধানের মোট সম্পদের পরিমাণ 2021 সালের হিসেবের তুলনায় কয়েক গুণ বেশি হবে সেটাই স্বাভাবিক।

Leave a Comment