তিনটি যুদ্ধে ব্যবহার করেছিল ভারতীয় বায়ুসেনা, সেই বিমানঘাঁটি বিক্রি করে দিল মা-ছেলে

সহেলি মিত্র, কলকাতাঃ এও সম্ভব! মা-ছেলে মিলে কিনা আস্ত একটি এয়ার স্ট্রিপ বিক্রি করে দিল! বিগত কয়েক বছরে আপনি নিশ্চয়ই নানা ধরনের কেলেঙ্কারির কথা শুনে থাকবেন না ঘটনা দেখে থাকবেন। কিন্তু সম্প্রতি যে কেলেঙ্কারি প্রকাশ পেয়েছে তা জেনে আপনি অবাক হবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত ফিরোজপুরের ফাতুয়ালা বায়ুসেনা বিমানঘাঁটি, যা স্বাধীনতার পরেও তিনটি বড় যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত শক্তি ছিল, সেই জমিটি মা-ছেলে মিলে বিক্রি করে দিয়েছে! এই ঘটনা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে।

আস্ত বিমানঘাঁটি বিক্রি করে দিল মা-ছেলে!

প্রকাশ্যে এহেন ঘটনার খবর আসতেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। কীভাবে এটি ঘটেছিল তা এখন পাঞ্জাবের একটি প্রধান রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ১৯৪৫ সালে ব্রিটিশ সরকার কর্তৃক অধিগ্রহণ করা এই জমিটি কয়েক দশক ধরে ভারতীয় বিমান বাহিনীর নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ১৯৯৭ সালে এটি জালিয়াতির মাধ্যমে বিক্রি করা হয়েছিল। ২৮ বছর ধরে বিষয়টি চাপা পড়ে ছিল, কিন্তু এখন পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের হস্তক্ষেপের পর এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বদলে গেল ইস্টবেঙ্গল, মহামেডান ম্যাচের তারিখ! মোহনবাগানের খেলা কবে? দেখুন নতুন সূচি

সবথেকে বড় কথা, এই কেলেঙ্কারিতে কিছু রাজস্ব কর্মকর্তাও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এই জমিটি পাকিস্তান সীমান্তের কাছাকাছি এবং নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত হয়। এখন এই জমিটি প্রতিরক্ষা মন্ত্রকের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং অনেক বড় নাম তদন্তাধীন রয়েছে।

২৮ বছর পর মামলা দায়ের

টানা ২৮ বছর পর এই মামলায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের নাম উষা আনসাল এবং তার ছেলে নবীন চাঁদ। তারা দুজনেই জাল নথির মাধ্যমে এই জমি বিক্রি করেছিলেন বলে অভিযোগ। এখন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আদেশের পর, পাঞ্জাব ভিজিল্যান্স ব্যুরো বিষ্যটি নিয়ে তদন্ত শুরু করেছে। ডিএসপি করণ শর্মা এই মামলাটি তদন্ত করছেন এবং এই কেলেঙ্কারিতে আর কারা জড়িত ছিল তা খুঁজে বের করার চেষ্টা করছেন।

Leave a Comment