বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহিলা নন, লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন 20 বছরের এক যুবক! হ্যাঁ, বিশ্বাস না হলেও এমনই অকল্পনীয় ঘটনা ঘটেছে মালদহের এক নম্বর ব্লকের অন্তর্গত যদুপুর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রামে। খোঁজ নিয়ে জানা গেল, ওই অঞ্চলের বাসিন্দা আমানুর রহমান তাঁর স্ত্রীয়ের লক্ষীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখেন তাঁর ছেলের আঁধার নম্বর দিয়েই লক্ষীর ভান্ডারের টাকা ঢুকে যাচ্ছে অ্যাকাউন্টে। গোটা বিষয়টা জানার পরই, ঘটনাটি পাঁচ কান করেন আমানুর বাবু।
কীভাবে সম্ভব হল এই ঘটনা?
বর্তমান সময়ে যেখানে, ব্লক অফিস থেকে শুরু করে দুয়ারে সরকারের ভিন্ন ক্যাম্পে ঘুরে ঘুরেও লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন না যোগ্য মহিলারা, সেই পর্বের দাঁড়িয়ে একজন পুরুষ বলা ভাল, যুবক পেয়ে যাচ্ছেন সেই অর্থ! তাও আবার মাত্র 20 বছর বয়সে! যেখানে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করার ক্ষেত্রে মহিলাদের ন্যূনতম বয়স হতে হয় 25 বছর, সেইসব পাঠ চুকিয়ে মাসের পর মাস ধরে লক্ষীর ভান্ডারের টাকা আসছে ওই যুবকের নম্বরে!
কীভাবে সম্ভব এসব? ঘটনাটি খলসা করে বলতে গিয়ে মালদহের নয়াগ্রামের বাসিন্দা ওরফে 20 বছর বয়সী ওই যুবকের বাবা আমানুর জানিয়েছেন, তিনি তাঁর স্ত্রীয়ের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখতে পান একই নাম্বরে লক্ষীর ভান্ডার প্রকল্পের দুটি নাম দেখাচ্ছে। দ্বিতীয় নামটির সাথে তাঁর ছেলের নামের মাত্র একটা অক্ষরের ফারাক। হ্যাঁ, প্রায় একই নাম দিয়ে তাঁর ছেলের আধার নম্বর ও মোবাইল নম্বর ব্যবহার করে ভিন্ন অ্যাকাউন্ট থেকে লক্ষীর ভান্ডারের টাকা তোলা হচ্ছে।
যে কথা বুঝতে পেরেই তড়িঘড়ি খোঁজখবর শুরু করেন আমানুর বাবু। পরবর্তীতে ছেলেকে ডেকে পাঠালে সেও জানায়, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। এরপরই গোটা বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায় আমানুর বাবুর কাছে। বুঝতে পারেন, তাঁর ছেলের আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে কোনও অসাধু ব্যক্তি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন। আর সেই সূত্র ধরেই 2021 সাল থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে ওই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে।
অবশ্যই পড়ুন: দ্বিতীয় টেস্টে হবে না পাঁচ দিনের ম্যাচ! বাড়তে পারে টিম ইন্ডিয়ার সমস্যা
উল্লেখ্য, ছেলের আধার নম্বর ও মোবাইল নম্বর ব্যবহার করে লক্ষীর ভান্ডারের টাকা তোলা হচ্ছে, গোটা বিষয়টা বুঝতে পেরেই তড়িঘড়ি ব্লক অফিস ও কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন আমানুর বাবু। বর্তমানে ওই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে পুলিশ।