৫ জেলায় ব্যাপক বৃষ্টির সতর্কতা বঙ্গে! বইবে ৪০ কিমি বেগে ঝড়, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। কোথাও ঝমঝমিয়ে দিন রাত বৃষ্টি, তো কোথাও আবার থেকে থেকে বৃষ্টি। তার উপর ভ্যাপসা আর্দ্রতা জনিত আবহাওয়া। জানা গিয়েছে আগামীকাল থেকে নাকি আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। বড় আপডেট দিল হাওয়া অফিস।

নিম্নচাপ সরে গিয়েছে!

আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, এইমুহুর্তে বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে গিয়েছে। এবং সেই নিম্নচাপ এখন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। জানা গিয়েছে এটি পড়ে ধীর গতিতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এরপর প্রয়াগরাজের পর ঝাড়খণ্ড, ছত্তিশগড় সংলগ্ন নিম্নচাপের উপর দিয়ে দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তবে এখনই দক্ষিণবঙ্গে কমবে না বৃষ্টি!

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে অস্বস্তি বজায় থাকবে ভরপুর। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন: LPG প্ল্যান্টে ভয়ঙ্কর কাণ্ড! ব্যাহত হতে পারে গ্যাস সিলিন্ডার সরবরাহ

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

বাকি সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও, রাজস্থান, হিমাচল, মহারাষ্ট্র, ওড়িশা, অসম-সহ একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment