বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাত্র 115 মাসেই অর্থ হবে দ্বিগুণ। মূলত ঝুঁকিহীন ও নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের পছন্দের ঠিকানা ভারতীয় পোস্ট অফিস হলেও, এই সরকারি প্রতিষ্ঠানটির একটি জনপ্রিয় স্কিম সম্পর্কে জানেন না অনেকেই। সেই সূত্রে বলি, ভারতীয় পোস্ট অফিসে এমন একটি জনপ্রিয় স্কিম রয়েছে, যেখানে একবার বিনিয়োগ করলে মাত্র 115 মাসেই বিনিয়োগকারীর টাকা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু কীভাবে? রইল পোস্ট অফিসের সেই জনপ্রিয় স্কিম এবং তার যাবতীয় খুঁটিনাটি।
পোস্ট অফিসের এই স্কিমেই হবে স্বপ্ন পূরণ
ভারতীয় পোস্ট অফিসে খাতা রয়েছে, তবে সরকারি প্রতিষ্ঠানটির একটি জনপ্রিয় স্কিম সম্পর্কে অবগত নন গ্রাহকদের সিংহভাগই। আসলে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের অন্তর্গত কিষান বিকাশ পত্র বা KVP স্কিমে একবার বিনিয়োগ করলে মাত্র 115 মাসের মেয়াদে নির্দিষ্ট আমানত দ্বিগুণ হয়ে যায়।
হ্যাঁ, এই স্কিমে মূলত সরকার নিজে থেকেই বিনিয়োগকারীদের টাকার নিরাপত্তা নিশ্চিত করে থাকে। বলে রাখি, এই স্কিমে নিয়োগের ক্ষেত্রে বার্ষিক সুদ 7.5 শতাংশ। সে ক্ষেত্রে যদি বছরের হিসেবে বিবেচনা করা যায়, তাহলে নির্দিষ্ট অর্থ দ্বিগুণ হয়ে যায় 9 বছর 7 মাসেই। কীভাবে? রইল বিস্তারিত।
মাত্র 115 মাসে দ্বিগুণ হবে টাকা
ভারতীয় পোস্ট অফিসের বিভিন্ন ব্রাঞ্চ ও ওয়েবসাইট অনুযায়ী, একজন গ্রাহক চাইলে পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র প্রকল্পের অধীনে 100-র গুণিতকে কম করে 1000 টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পোস্ট অফিসের কিষাণ বিকাশ স্কিমে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। কাজেই যত খুশি তত টাকা বিনিয়োগ করা যেতে পারে। সহজে বলি, বার্ষিক 7.5 শতাংশ সুদের হারে 115 মাস অর্থাৎ 9 বছর 7 মাসে আপনার জমানো অর্থ ডবল হবে।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের থেকে বহু এগিয়ে, লাস্ট বয় বাংলাদেশ! বিশ্ব ট্যাঙ্ক শক্তিতে কততে ভারত?
কারা বিনিয়োগ করতে পারবেন?
ভারতীয় পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র প্রকল্পের নিয়ম অনুযায়ী, 10 বছরের বেশি বয়সী শিশুর নামে সহজেই কিষাণ বিকাশ পত্রে অ্যাকাউন্ট খোলা যায়। তাছাড়াও যেকোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের নামে বা জয়েন্ট অ্যাকাউন্টে এই কিষান বিকাশ পত্র বা KVP স্কিমের টাকা রাখতে পারবেন। কাজেই 115 মাসে আমানত দ্বিগুণ করতে চাইলে এই প্রকল্প আপনার জন্য সেরা।