৫০০০ টাকা বিনিয়োগে শুরু করুন এই ব্যবসা, মাস গেলে আয় হবে ৫০ হাজার!

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান দিনে চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই ব্যবসার দিকে পা বাড়াচ্ছে। তবে স্বল্প পুঁজিতে কোন ব্যবসায় (Business Idea) মোটা অংকের লাভ হবে, সেই প্রশ্ন ঘুরপাক খায় সবার মনে। হ্যাঁ, এই অবস্থায় যদি আপনারও পুঁজির অভাব থাকে, তাহলে হতাশ হওয়ার কারণ নেই। কারণ ছোট উদ্যোগই বড় স্বপ্ন পূরণ করতে পারে। আজ আমরা এমন একটি ব্যবসার কথা বলব, যা শুরু করলে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

কোন ব্যবসার কথা বলছি আমরা?

আসলে আমরা বলছি ভারতের সবথেকে জনপ্রিয় ব্যবসা চায়ের দোকানের কথা। হ্যাঁ, সকাল শুরু হয় এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে। চাকরিজীবী বলুন বা ব্যবসায়ী, চা যেন সবার নিত্যদিনের ওষুধ। আর এই অভ্যাসই হতে পারে আপনার রোজগারের মূল চাবিকাঠি। শহরের মোড়ে মোড়ে, কলেজের বাইরে, বাজারের পাশে, এমনকি যেখানে লোকজন আসবে সেখানে আপনি শুরু করতে পারেন ছোট্ট একটি চায়ের দোকান।

পুঁজি কত লাগবে?

আপনি যদি খুব কম বাজেটে ব্যবসা শুরু করতে চান, তাহলে মাত্র 5000 টাকা হলেই হবে। আপনার শুধু দরকার পড়বে একটি ঠেলাগাড়ি, কিছু চায়ের কাপ, বাটি এবং চামচ, গ্যাস সিলিন্ডার এবং স্টোভ, দুধ, চা পাতা, চিনি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস, আর কিছু চেয়ার ও বসার ব্যবস্থা। প্রথমে ছোট আকারে শুরু করে ধীরে ধীরে বড় টি ক্যাফে বানাতে পারেন। তখন মোটামুটি 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত পুঁজি দরকার পড়বে।

রোজগার কত হবে?

ধরুন, আপনার দোকানে প্রতিদিন 300 থেকে 400 কাপ চা বিক্রি হয়। এবার প্রতিটি চায়ের কাপের দাম যদি 5 থেকে 8 টাকাও আমরা ধরি, তাহলে দিনে লাভ হতে পারে প্রায় 1500 টাকা থেকে 3200 টাকা পর্যন্ত। আর সেই সূত্র ধরে মাস শেষে আপনার হাতে আসবে 45,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত। 

আরও পড়ুনঃ কমবে GST, সস্তা হবে জিনিসপত্র, মধ্যবিত্তদের জন্য আসছে সুখবর

তবে হ্যাঁ, আপনি চায়ের দোকানে বাড়তি কিছু জিনিসও রাখতে পারেন। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে বিস্কুট, বিড়ি, সিগারেট, তামাক এবং পান মশলা। আর এই জিনিসগুলো আপনার বাড়তি লাভ এনে দেবে, বিশেষ করে যদি দোকানটি কোনও ব্যস্ত এলাকায় হয়ে থাকে। তাই যদি স্বল্প বাজেটে কোনও লাভজনক ব্যবসা শুরু করতে চান, তাহলে চায়ের দোকান হতে পারে এক্কেবারে সেরা বিকল্প।

Leave a Comment