খেল দেখাবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় দুর্যোগের হাতছানি! আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: বাংলা থেকে নিম্নচাপ কাটলেও এর রেশ থেকে গিয়েছে ভালো মতো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর পূর্বে তৈরি হওয়া একটি নিম্নচাপ অঞ্চল এখন ঝাড়খণ্ড এবং নিকটবর্তী অঞ্চলের উপর পশ্চিম দিকে সরে গেছে। যদিও এই সিস্টেমটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর প্রভাব রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে। অন্যান্য দিনের মতো আজ বৃহস্পতিবার সকালটাও বৃষ্টির মধ্যে দিয়েই শুরু হয়েছে। আজও কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আলোচনা করে নেওয়া যাক বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুরের বুলেটিন অনুযায়ী, এদিন ভারী বৃষ্টি (৭-১১ সেমি)- র সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: DA বেড়ে হতে পারে ৫৮%, বিরাট আপডেট সরকারি কর্মীদের জন্য

এদিকে, বঙ্গোপসাগরে ঝড়ো আবহাওয়ার কারণে সামুদ্রিক সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে সমুদ্রে হাওয়া বইতে পারে। যার ফলে মৎস্যজীবীদের উপকূলে থাকার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গে জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আগামীকালের আবহাওয়া

শুক্রবার ও শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য একাধিক হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ব্যাপক বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম ও পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং দক্ষিণ বঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর বঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।

Leave a Comment