এক চার্জেই ১২৩ কিমি! সস্তায় ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল TVS

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন দেশের বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা হু হু করে বাড়ছে। আর সেই আবহে চমক দিল টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা TVS Motor। হ্যাঁ, সংস্থাটির জনপ্রিয় iQube ইলেকট্রিক স্কুটারের নতুন ভ্যারিয়েন্ট এবার বাজারে আসলো নজরকাড়া ফিচার্স সহ, যার দাম শুরু হচ্ছে মাত্র 1,03,727 টাকা থেকে।

একবার চার্জ দিলে চলবে 123 কিমি

এই নতুন মডেলটি এবার 3.1 কিলোওয়াট আওয়ার ব্যাটারির বিকল্প নিয়ে বাজারে আসছে, যা একবার চার্জ দিলেই 123 কিলোমিটার রেঞ্জ দেবে। অর্থাৎ, আপনি প্রতিদিনের অফিস বাজার বা কাছাকাছি কোনও দূরত্বে যাতায়াত করলে একবার চার্জ দিলেই চিন্তামুক্ত থাকতে পারবেন, তাও দুই-তিন দিন।

সুরক্ষায় দিচ্ছে চমক

বেশ কয়েকটি রিপোর্ট মারফত জানা যাচ্ছে, নতুন iQube স্কুটারে যোগ করা হয়েছে এবার Hill Hold Assist ফিচার, যা বিশেষত উঁচু ঢালে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছনে গড়িয়ে যাওয়ার হাত থেকে গাড়িকে বাঁচায়। আর শহরের ব্যস্ত রাস্তায় পার্কিং, গ্যারেজে এই ফিচার্স সবথেকে উপকারী হয়ে উঠবে। 

পাশাপাশি এই আপডেট iQube স্কুটারে সংযোজন হয়েছে নতুন কালার অপশন। শুধু তাই নয়, এবারের পিছনের যাত্রীদের জন্যও রয়েছে ব্যাকরেস্ট, যা দীর্ঘ দূরত্বের রাইডে আরামদায়ক অভিজ্ঞতা দেবে।

আরও পড়ুনঃ খেল দেখাবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় দুর্যোগের হাতছানি! আজকের আবহাওয়া

ইতিমধ্যে 6 লক্ষ বিক্রির মাইলফক

TVS Motor সম্প্রতি জানিয়েছে যে, নতুন মডেলটি সংস্থার ইলেকট্রিক গাড়ির পোর্টফোলিওকে আরও শক্তিশালী করে তুলবে। হ্যাঁ, এই সিরিজের বিভিন্ন ভ্যারিয়েন্ট মিলিয়ে ইতিমধ্যে 6 লক্ষের বেশি iQube বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। TVS Motor জানিয়েছে, আমাদের মূল লক্ষ্য সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরও স্মার্ট ও নিরাপদ করে তোলা। তাই আমরা প্রযুক্তি এবং স্টাইল, দুদিকেই গুরুত্ব দিয়েছি।

Leave a Comment