নবান্নের বৈঠকে সিদ্ধান্ত, উল্টোরথে দিঘা যাচ্ছেন না মমতা! সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রীতি পোদ্দার, কলকাতা: একই দিনে পড়ছে দুই সম্প্রদায়ের বিশেষ অনুষ্ঠান! তাই সেই কারণে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য এবার গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, অর্থাৎ বুধবার, নবান্নের এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ কুমার পন্থ-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা৷ এছাড়াও ছিলেন একাধিক দফতরের মন্ত্রী ও সচিবরা। সতর্ক করলেন সকলকে।

উল্টোরথে থাকবেন না মুখ্যমন্ত্রী!

আগামী শনিবার, উল্টোরথ উপলক্ষে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন ইসকনের তরফে দীঘা জগন্নাথ মন্দিরের অন্যতম ট্রাস্টি রাধারমন দাস। এই বৈঠক সূত্রে জানা গিয়েছে যে, এবারে উল্টোরথে দিঘায় থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসাবে দিঘায় উল্টোরথে উপস্থিত থাকবেন মন্ত্রীরা। তবে মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকলেও সেখানকার ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশও দেওয়া হয়েছে।

কে কে যাবেন দিঘায়?

বৈঠক সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ জুলাই রাজ্যের একাধিক মন্ত্রীকে দিঘায় যাওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। পূর্তমন্ত্রী পুলক রায়, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দমকলমন্ত্রী সুজিত বসু, পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনকে দিঘা যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়েই থাকবেন দিঘায় তারা। এবং সকল রকম নির্দেশিকা পালন করার ক্ষেত্রে নজরদারি রাখবেন তাঁরা।

মুখ্যমন্ত্রীর নজরে রথের সময় বেশ কিছু ত্রুটি চোখে দেখতে পেয়েছিলেন। তাই সেই ত্রুটি যাতে পুনরায় উল্টোরোথের দিন না দেখতে হয়, তাই সেই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, উল্টোরথে যেন কোন অপ্রীতিকর ঘটনা না-ঘটে। এবং দিঘার মন্দির কর্তৃপক্ষকে রথের জন্য পুরীর আদলে মোটর এবং ডেক তৈরি করা যায় কি না, তা নিয়ে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।

সতর্কবার্তা মমতার

তবে উল্টোরথের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সরাসরি মন্দিরে অধিষ্ঠিত করা হবে না ৷ জানা গিয়েছে, তিন দিন মন্দির ক্যাম্পাসে রথের মধ্যেই রাখা হবে। এবং আগামী ৮ তারিখ রথ থেকে আবার বিগ্রহ মন্দিরে রাখা হবে। অন্যদিকে ওই একই দিনে অর্থাৎ আগামী ৫ জুলাই রয়েছে মহরম। দুটি উৎসব একই দিনে পালনের ক্ষেত্রে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই শনিবার বিশেষভাবে সতর্ক থাকার কথা বললেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: লাইনে দাঁড়ানো, দৌড়ঝাঁপের দিন শেষ! এবার পাসপোর্ট বানাতে আপনার বাড়িতে আসবে ভ্যান

মহরমের জন্য সতর্কবার্তা

মহরম উপলক্ষে এদিন মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাস্তায় ইসলাম তাজিয়া বের করেন। সুষ্ঠুভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে তাঁদের ধর্মীয় কার্যক্রম করতে পারেন, তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে আগামী ১০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পুণ্যার্থী তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে প্রচুর মানুষ গিয়ে উপস্থিত হন। তাই এই অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় তার জন্য তিনি জেলা ও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment