বঙ্গ বিজেপির আগামী সভাপতি শমীক ভট্টাচার্যের শিক্ষাগত যোগ্যতা, মোট সম্পত্তি …

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে সিদ্ধান্ত গ্রহণ বঙ্গ বিজেপির! কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পর এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে নিজের নাম জুড়তে চলেছেন শমীক ভট্টাচার্য। এখন শুধু মুখপাত্র নয় যুক্ত হল আরও একটি পদ। সঙ্গে বাড়ল সীমাহীন দায়িত্ব। কারণ বছর ঘুরলেই বিধানসভা ভোট। আর সেই ভোট পরিচালনার গুরুদায়িত্ব শমীক ভট্টাচার্যের ওপরই দিলেন নরেন্দ্র মোদি- অমিত শাহরা।

রাজ্যের কোর কমিটিতেও ছিলেন শমীক!

শমীক ভট্টাচার্যের রাজনৈতিক ইতিহাস ঘাটলে জানা যায়, তিনি দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিক। বর্তমানে রাজ্যসভার সাংসদ দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী শমীক। উঠে এসেছেন একেবারে তৃণমূলস্তর থেকে। বয়স যখন তাঁর মাত্র ৮ বছর, তখনই তিনি স্বয়ংসেবক সংঘে যোগ দিয়েছিলেন। এরপর দক্ষিণ হাওড়া মণ্ডলের যুবমোর্চার সাধারণ সম্পাদক হন।

সেখানে একটানা ১১ বছর সেই দায়িত্ব সামলেছেন তিনি। রাজ্যের কোর কমিটিতেও ছিলেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল ২০১৪ সালে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে  সরাসরি লড়াইয়ে তৃণমূলকে পরাজিত করে জয় হাসিল করে নিয়েছিলেন শমীক ভট্টাচার্য।

শমীকের শিক্ষাগত যোগ্যতা

শোনা যায়, তৃণমূলের তরফ থেকে নাকি অনেকবার শমীক ভট্টাচার্যকে বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শমীক বিজেপি ছাড়েননি। এবং দলের একজন অনুগত কর্মী হিসেবে নিজের দায়িত্ব সসম্মানে পালন করে চলেছেন। শুরু থেকেই যে তাঁর রাজনীতির প্রতি একটি আকর্ষণ ছিল তা বোঝাই গিয়েছিল ছাত্রজীবন থেকেই।

ষাটোর্ধ্ব শমীক ভট্টাচার্য ১৯৮৮ সালে সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএ পাশ করেছিলেন। তাঁর ঘনিষ্ঠরা বলেন, পড়াশোনা করতে নাকি তিনি খুব ভালোবাসেন। লেখেন কবিতাও। একের পর এক কবিতার বই তিনি নিমেষে শেষ করে ফেলেন।

সম্পদের পরিমাণ

সম্পত্তির পরিমাণও অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় বেশ কম। এসবিআই এবং পিএনবি-র ৩টি আলাদা শাখা মিলিয়ে এবং গচ্ছিত সোনা ও অন্যান্য জিনিস মিলিয়ে মোট ১ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৫৪ টাকা রয়েছে। যার মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ৪১ লক্ষ ৬৬ হাজার ৬৬৬ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ রয়েছে ৬৬ লক্ষ ২২ হাজার ২৮৭ টাকা।

আরও পড়ুন: নবান্নের বৈঠকে সিদ্ধান্ত, উল্টোরথে দিঘা যাচ্ছেন না মমতা! সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

ক্রিমিনাল কেসের বিবরণ

এদিকে ফৌজদারি মামলায় অনেক কেস রয়েছে শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে। জানা গিয়েছে তাঁর বিরুদ্ধে IPS ধারা অনুযায়ী ৩৪, ১১৫, ১৪৩, ১৪৯, ১৮৮, ১৮৯, ২৬৯, ২৭০, ২৭১, ২৮৩ এবং ৫০৬ মামলা করা হয়েছে। যার মধ্যে একদিকে যেমন রয়েছে সরকারি নির্দেশ অমান্যের অপরাধ, বেআইনি সমাবেশ তেমনই রয়েছে কোয়ারেন্টাইন নিয়ম অমান্য সম্পর্কিত একাধিক অভিযোগ।

Leave a Comment