দ্বিতীয় টেস্ট বিরাটের রেকর্ডে থাবা বসালেন শুভমন গিল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত, বিরাটকে ছাড়া একা কী করবে শুভমন গিল? ঠাট্টার ছলে হলেও এমন প্রসঙ্গ উঠেছিল অনেকের মুখেই। তবে এবার সেই সব মন্তব্যকে বুড়ো আঙুল দেখিয়ে লিডসের পর এজবাস্টনেও অধিনায়কের দায়িত্ব একেবারে অক্ষরে অক্ষরে পালন করলেন শুভমন।

বলে রাখি, প্রথম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টেও ব্যাটে ঝোড়ো হাওয়া তুলে শতরান হাঁকিয়েছেন ভারতীয় টেস্ট দলের তরুণ অধিনায়ক। আর তাতেই, নিজের যোগ্যতা একেবারে ছাপার অক্ষরে লিখে দিয়েছেন টিম ইন্ডিয়ার এই ভরসাযোগ্য খেলোয়াড়। তবে শুধু সেঞ্চুরি করেই থেমে থাকেননি গিল, সেই সাথেই বিরাট কোহলির রেকর্ডেও থাবা বসালেন জাতীয় দলের এই সৈনিক।

গিলের দুর্দান্ত সেঞ্চুরি

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এজবাস্টনের মাটিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। সেই সূত্রেই প্রথমে ব্যাটিং করার চ্যালেঞ্জ নিতে হয় অধিনায়ক গিলকে। ইনিংসের শুরুতে ভারতের তরুণ নায়ক যশস্বী জয়সওয়ালের ব্যাটে দাপুটে ইনিংস দেখার সৌভাগ্য হলেও কে এল রাহুল ও করুণ নায়ার সে অর্থে জ্বলে উঠতে পারেননি। তবে জয়সওয়ালের 87 রানের ইনিংসের পর একার হাতে কামাল দেখিয়েছিলেন 4 নম্বর অর্থাৎ বিরাট কোহলির পজিশনে ব্যাট করতে আসা অধিনায়ক শুভমন।

এদিন ইংলিশ বোলারদের সাথে পুরনো হিসাব মেটাতে একেবারে রণমূর্তি ধরেছিলেন গিল। আর সেই সুবাদেই অধিনায়কের ব্যাট থেকে 216 বলে 14টি চার সহযোগ 114 রানের বড় ইনিংস উপহার পেয়েছিল দল। তবে একটানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেই নিজের সাফল্যকে সীমিত রাখেননি গিল। একই সাথে ভাঙতে না পারলেও থাবা বসিয়েছেন ভারতীয় মহাতারকা বিরাট কোহলির বিরাট রেকর্ডে।

অবশ্যই পড়ুন: ১০১ রানে ১ উইকেট থেকে ১০৮ এ ৮! বাংলাদেশের দম্ভ ঘুঁচিয়ে দিল শ্রীলঙ্কা

বিরাট কোহলির রেকর্ডে থাবা বসালেন গিল

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবে একটা সময় যা করে দেখিয়েছেন তা আজও ছুঁয়ে দেখতে পারেননি অনেকেই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কোহলির রেকর্ড গুড়িয়ে দিতে না পারলেও ভারতীয় মহা তারকার সমকক্ষ রেকর্ড গড়লেন অধিনায়ক শুভমন।

জানিয়ে রাখি, প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির ধারা অব্যাহত রাখার পাশাপাশি বিরাটের রেকর্ডে হাত মেরেছেন গিল। আসলে, ইংল্যান্ডের বিরুদ্ধে 2018 সালে অধিনায়ক হিসেবে এজবাস্টনে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এবার দ্বিতীয়বারের জন্য ভারতীয় অধিনায়ক হিসেবে ওই একই 22 গজে সেঞ্চুরি করে বিরাটের রেকর্ডের পাশে নিজের নাম বসালেন ভারতের গর্ব শুভমন রাজা।

Leave a Comment