ফুলকি, পর্ণার যুগের অবসান! নতুন TRP টপার পেল বাংলা, খেল দেখাল স্টার জলসা

Published on:

TRP

ইন্ডিয়া হুড ডেস্ক: প্রতি সপ্তাহে শুধুমাত্র এই বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করে থাকে টলিপাড়ার একাংশ। আর পিছনে কারণ একটাই, আর সেটি হল সিরিয়ালগুলোর TRP। এইমুহুর্তে এই মার্কশিট যেন দিনে দিনে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ১ থেকে ২ নম্বর খসলেই বাতিল হয়ে যাওয়ার ভয় থেকে যাচ্ছে এই ধারাবাহিকগুলোর। প্রতি বারের মত আজও সামনে এসেছে বাংলা সিরিয়ালের নতুন মার্কশিট। যা দেখে এবার রীতিমত চোখ কপালে দর্শকদের।

বেঙ্গল টপারের জায়গা খোয়াতে হল পর্ণাকে?

গত কয়েক মাস যাবৎ দেখা গিয়েছে বেঙ্গল টপার হিসেবে বরাবরই নাম কমিয়েছে জী বাংলার দুই ধারাবাহিক। আর সেই দুই ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু ’ এবং ‘ফুলকি’। কখনও দেখা যায় ‘নিম ফুলের মধু ’ প্রথম ধাপে উঠে এলেও দ্বিতীয় ধাপটা পাকাপাকি ভবি ‘ফুলকি’-র হয়। কিন্তু এবার সেই চিত্রে আমূল পরিবর্তন দেখা গেল। চলতি সপ্তাহে বাজিমাত করল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’। ৭.০ নম্বর নিয়ে চলতি সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় নম্বরে নেমে গেল ‘নিম ফুলের মধু’ এবং ‘ফুলকি’। দুই ধারাবাহিকই পেল ৬.৮ নম্বর।

WhatsApp Community Join Now

অন্যদিকে তৃতীয় এবং চতুর্থ জায়গাও দখল করে নিল স্টার জলসা। ৬.৬ নম্বর নিয়ে ‘কথা’ উঠে এল TRP তালিকার তৃতীয় স্থানে। এবং ‘উড়ান’ উঠে এল ৬.৫ নম্বর নিতে চতুর্থ স্থানে। যা বেশ চমকে দিয়েছে দর্শকদের। তবে কোনো রকমে পঞ্চম স্থান ধরে রেখে জী বাংলার দুই অন্যতম ধারাবাহিক। ৬.৪ নম্বর পেয়ে যৌথ স্থান দখল করল ‘কোন গোপনে মন ভেসেছে’ এবং ‘জগদ্ধাত্রী ’। নয়া ধারাবাহিকগুলো যেমন ডায়মন্ড দিদি জিন্দাবাদ, রোশনাই, পুবের ময়না, মালাবদল সেভাবে দর্শকদের মনে জায়গা করে নিতে পারছে না। তবে নন ফিকশনে সবচেয়ে ভালো নম্বর দিচ্ছে সারেগামাপা ৫.৯। এবং অন্য দিকে, দিদি নম্বর ১-এর সানডে ধামাকা-র নম্বর ৫.৩।

এক নজরে দেখে নেওয়া যাক TRP তালিকা

  • প্রথম: গীতা LLB (৭.০)
  • দ্বিতীয়: ফুলকি/ নিম ফুলের মধু (৬.৮)
  • তৃতীয়: কথা (৬.৬)
  • চতুর্থ: উড়ান (৬.৫)
  • পঞ্চম: কোন গোপনেমন ভেসেছে/ জগদ্ধাত্রী (৬.৪)
  • ষষ্ঠ: শুভ বিবাহ (৬.৩)
  • সপ্তম: রোশনাই (৬.০)
  • অষ্টম: বঁধূয়া (৫.৭)
  • নবম: মিঠিঝোরা (৫.৬)
  • দশম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)
বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন