হাওড়া-তারকেশ্বরের মধ্যে একগুচ্ছ ট্রেন, শ্রাবণী মেলা উপলক্ষে ঘোষণা পূর্ব রেলের

সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকদিন, ব্যস তারপরেই শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত শ্রাবণী মেলা। আর এই শ্রাবণী মেলায় যাতে ভিড় সামাল দেওয়া যায় সেজন্য বিরাট ব্যবস্থা করল পূর্ব রেল। শ্রাবণী মেলা উপলক্ষে যাতে তীর্থযাত্রীদের আসা যাওয়া করতে কোনও সমস্যা না হয় সেজন্য চার জোড়া লোকাল ট্রেন চালাবে রেল। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ফলে আপনারও যদি তারকেশ্বর যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে রেল

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১০ জুলাই থেকে শুরু হয়ে ১৮ অগাস্ট পর্যন্ত বিভিন্ন রবিবার, সোমবার ও উৎসবের নির্দিষ্ট দিনগুলিতে এই বিশেষ ট্রেন পরিষেবা চলবে। হাওড়া – তারকেশ্বর রুটে চলবে চার জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে উৎসবের দিনগুলিতে। মূলত যাতে ট্রেনের অভাবে কোনো বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি না হয় সেজন্য একগুচ্ছ ট্রেন চালাবে রেল বলে খবর।

দেখুন টাইমেটেবিল

হাওড়া-তারকেশ্বর স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে রাত ১২:৩০, ৪:১৫, ১২:৪০ এবং ১:২০ মিনিটে ছেড়ে যথাক্রমে রাত ২টা, ৫:৪৫, ২:১০ এবং ২:৫০ মিনিটে তারকেশ্বরে পৌঁছাবে। এরপর ফিরতি পথে, তারকেশ্বর থেকে ট্রেনগুলি সকাল ২:৩০, ১০:৫৫, ১১:৩৫ এবং রাত ৯:১৭ মিনিটে ছেড়ে হাওড়ায় ভোর ৪টা, ১২:২৫, ১:০৫ এবং রাত ১০:৪৭ মিনিটে পৌঁছাবে।

আরও পড়ুনঃ বকেয়া ২৫% DA-র সাথে জুড়ল SSC Scam! রাজ্যকে পাল্টা চাপ কর্মীদের

শেওড়াফুলি-তারকেশ্বর রুটে, বিশেষ লোকাল ট্রেনগুলি শেওড়াফুলি থেকে সকাল ৬:৫৫, ৯:২০, ১১:০৫, ৪:১৫ এবং সন্ধ্যা ৭:৩৫ মিনিটে ছেড়ে তারকেশ্বরে যথাক্রমে ৭:৪৫, ১০:১০, ১১:৫৩, ৫:০৫ এবং রাত ৮:২৫ মিনিটে পৌঁছাবে। তারকেশ্বর থেকে ফিরতি পরিষেবাগুলি সকাল ৫:৫৫, ৮:২০, ১০:০৫, বিকাল ২:৪৬ এবং সন্ধ্যা ৬:৩৫ এ ছেড়ে যাবে এবং সেওড়াফুলিতে সকাল ৬:৪৫, ৯:১০, ১০:৫৫, বিকাল ৩:৩৬ এবং সন্ধ্যা ৭:২৫ এ পৌঁছাবে।

Leave a Comment