অভিজিৎ সরকার খুনে নয়া মোড়! বিধায়ক পরেশ পালসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট CBI-র

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন! হাতে এখনও বাকি বেশ কিছু মাস। আর এই আবহে এবার বিরাট চাপে শাসকদল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দেওয়া চার্জশিটে দেওয়া হল তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম। বুধবার, বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের চার্জশিটে মোট ১৮ জনের নাম উল্লেখ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা।

চার্জশিটে উঠল পরেশ পালের নাম!

ঘটনা সূত্রে জানা গিয়েছে যে ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন নারকেলডাঙায় নিজের বাড়ির সামনে বিজেপি নেতা অভিজিৎ সরকারকে তৃণমূলের দুষ্কৃতীরা নৃশংসভাবে পিটিয়ে মারে। আর এই ঘটনায় অভিযোগ ওঠে, বেলেঘাটার বাহুবলি হিসেবে পরিচিত তৃণমূল বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে।

পরে আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর কয়েকবার পরেশ পালকে ডেকে জেরা করেন তদন্তকারীরা। আর এবার চার্জশিটে উঠল তাঁর নাম।

এছাড়াও উঠল ১৮ জনের নাম

রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের ঘটনায় দীর্ঘদিন ধরে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল পরিবার। আর এবার সেই অভিযোগ সূত্রেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর দেওয়া চার্জশিটে নাম উঠল তৃণমূল বিধায়ক পরেশ পালের।

সূত্রের মারফৎ জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার পরেশ পালের নামে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। এছাড়াও সেই চার্জশিটে মোট ১৮ জনের নাম উল্লেখ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা।

নৈতিক জয় সরকার পরিবারে!

শুধু পরেশ পালের নাম নয় CBI চার্জশিটে উঠল নারকেলডাঙা এলাকার দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নামও। মোট ১৮ জনের নাম রয়েছে। অভিযোগ ছিল যে ঘটনার আগে এলাকায় তৃণমূলের একটি সভা হয়েছিল। সেখান থেকেই নাকি সরাসরি অভিজিৎ সরকারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সভা থেকে।

অর্থাৎ বিধায়কের মদতেই যে গোটা খুনের ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ ব্যক্ত করা হয়েছে। এদিকে CBI এর এই চার্জশিটকে একপ্রকার নৈতিক জয় হিসেবে নিচ্ছে সরকার পরিবার।

আরও পড়ুন: বঙ্গ বিজেপির আগামী সভাপতি শমীক ভট্টাচার্যের শিক্ষাগত যোগ্যতা, মোট সম্পত্তি …

কী বলছেন সুকান্ত মজুমদার?

অন্যদিকে এই চার্জশিট প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সুকান্ত মজুমদার জানিয়েছেন যে, “দলীয় কর্মীর মৃত্যুতে আমাদের যে দুঃখ ছিল সেটা অনেকটা লাঘব হল সিবিআই চার্জশিটে পরেশ পালের নাম দেখে। অবশেষে সিবিআই তদন্তটা অনেকটা গুছিয়ে নিয়ে এসে একেবারে পিন পয়েন্টে যারা এর সঙ্গে যুক্ত তাদের পর্যন্ত পৌঁছতে পেরেছে। যে নৃশংসতায় অভিজিৎ সরকারকে হত্যা করা হয়েছিল তার সঠিক বিচার চাই আমরা।”

Leave a Comment