সেপ্টেম্বরে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বিপদে পরার আগে জেনেনিন ছুটির তালিকা 

Published on:

bank holidays 2024

ইন্ডিয়া হুড ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটি দিন। তারপরেই নতুন মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস পড়তে চলেছে। তবে চলতি মাস, আগস্ট মাস বেশ প্রিয় হয়ে উঠেছিল সকল কর্মীদের কাছে। তার কারণ একটাই সেটি হল লম্বা ছুটি। ধাপে ধাপে পর পর তিনদিন ছুটি থাকায় বেশ ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল অনেকেই। ফলত আগামী মাসেও কটা ছুটি পেতে চলেছে কর্মীরা তাই নিয়ে বেশ আগ্রহী। আর এই আবহেই এবার RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশ করল আগামী মাসের ছুটির তালিকা।

সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিমাসের জন্য ছুটির তালিকা তৈরি করে। সেখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, হলিডে, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট হলিডে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট ক্লোজিং নামে তিনটি বিভাগের অধীনে বিজ্ঞপ্তি দেওয়া হয়। জাতীয় ও আঞ্চলিক ছুটির পাশাপাশি সেপ্টেম্বরের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া প্রতি রবিবার ব্যাঙ্ক ছুটি। সব মিলিয়ে সেপ্টেম্বরে এবার নাকি ১৪ দিন ছুটি থাকবে ব্যাঙ্কে। আমাদের আজকের প্রতিবেদন এর মাধ্যমে দেখে নেওয়া যাক কোন কোন দিন ছুটি থাকতে চলেছে ব্যাঙ্ক।

WhatsApp Community Join Now

ব্যাঙ্ক ছুটির তালিকা

সেপ্টেম্বর ১: রবিবার

সেপ্টেম্বর ৮: রবিবার

সেপ্টেম্বর ১৪: দ্বিতীয় শনিবার

সেপ্টেম্বর ১৫: রবিবার

সেপ্টেম্বর ১৬: সোমবার, ফতেহা-দোয়াজ-দাহাম

সেপ্টেম্বর ২২: রবিবার

সেপ্টেম্বর ২৮: চতুর্থ শনিবার

সেপ্টেম্বর ২৯: রবিবার

রাজ্যে ফতেহা-দোয়াজ-দাহামের কারণে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) ছুটি থাকবে পশ্চিমবঙ্গে। এবং আগের দুদিন শনি এবং রবিবার পড়ায় পর পর তিন দিন ছুটি থাকবে। ফলে তখনও একটা লম্বা উইকেন্ড পাওয়া যাবে। তারপর আবার একেবারে পুজোর মাসে ছুটি থাকবে।

বিভিন্ন রাজ্যে যেসব দিনগুলিতে ছুটি, সেগুলি হল

সেপ্টেম্বর ৭: শনিবার, বিনয়ক চতুর্থী- সব রাজ্যে

সেপ্টেম্বর ১৩: শুক্রবার, রামদেব জয়ন্তী, তেজা দশমী-রাজস্থান

সেপ্টেম্বর ১৬: সোমবার, ঈদ-ই-মিলাদ-সব রাজ্য

সেপ্টেম্বর ১৭: মঙ্গলবার, ইন্দ্র যাত্রা, সিকিম

সেপ্টেম্বর ১৮: বুধবার, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী-কেরল

সেপ্টেম্বর ২১: শনিবার, শ্রী নারায়ণ গুরু সমাধি-কেরল

সেপ্টেম্বর ২৩: সোমবার, বীরদের শহিদ দিবস-হরিয়ানা

প্রসঙ্গত ছুটির দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও ATM, নগদে জমা, অনলাইন ব্যাঙ্কিং, UPI, মোবাইল ব্যাঙ্কিং চালু থাকবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন