আগস্টের পর এবার সেপ্টেম্বর! বেশ কয়েকদিন ছুটি থাকবে স্কুল কলেজ, দেখে নিন তালিকা

Published on:

school holiday

ইন্ডিয়া হুড ডেস্ক: প্রতিদিন পড়ুয়াদের একঘেয়েমি রুটিনে ক্লান্ত হয়ে পড়েছে তারা। স্কুল, প্রতিদিন ক্লাস একঘেয়েমি হয়ে দাঁড়িয়েছে। আর এই একঘেয়েমি দূর করতে পড়ুয়াদের প্রত্যেক মাসের রবিবার ছুটি দেওয়া হয়ে থাকে ঠিকই কিন্তু সেটাও কম পরে যায়। তবে সেই ছুটি ছাড়াও থাকে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। আর সামনেই আসছে দুর্গাপুজো। তাই ছুটির আনন্দে বেশ ডগমগ পড়ুয়ারা।

চলতি মাস অর্থাৎ আগস্ট মাসেও প্রচুর ছুটি ছিল। পর পর লং উইকএন্ড পড়ে যাওয়ায় অনেকেই বেশ কাজের ছুটিতে ঘুরে বেড়াতে পেরেছেন। আর এবার সেপ্টেম্বরের পালা। আর কিছুদিন পরেই আসতে চলেছে সেপ্টেম্বর মাস। সেই মাসেও রয়েছে এবার অনেকগুলি ছুটি। তাই আর দেরি না করে দেখে আজকের প্রতিবেদনের মাধ্যমে দেখে ফেলুন সেপ্টেম্বরে স্কুল কলেজে কটা ছুটি রয়েছে।

WhatsApp Community Join Now

পড়ুয়াদের স্কুল ছুটির ঘন্টা!

জানা গিয়েছে, সেপ্টেম্বরের জন্য দেশের স্কুলগুলির ছুটির তালিকা সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। এই তালিকা কেন্দ্রীয় সরকারের শিক্ষা নির্দেশিকা মোতাবেক তৈরি করা হয়েছে। তবে এগুলি ছাড়াও কিছু স্থানীয় ছুটি বা এলাকাভিত্তিক ছুটি থাকে যা নির্দিষ্ট স্কুলের ডাইরিতে নথিবদ্ধ থাকে। স্কুল বিশেষেও ছুটির তালিকায় কিছু তারতম্য হয়ে থাকে। তাই একনজরে দেখে নেওয়া যাক আসন্ন সেপ্টেম্বর মাসের স্কুলের ছুটির লিস্টটি

সেপ্টেম্বরে ছুটির তালিকা

  • শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ গণেশ চতুর্থী
  • বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ওনাম উৎসব
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ থিরুভোনাম
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ইদে মিলাদ

তবে উপরে উল্লেখিত এই ছুটির তালিকার মধ্যে অন্তর্গত কয়েকটি ছুটি দেশভর পালিত হয় না। সেক্ষেত্রে স্থানীয় কিছু ছুটি সংযুক্ত হতে পারে স্থান বিশেষে ও স্কুল বিশেষে। তাই ছুটির চূড়ান্ত তালিকা সংক্রান্ত

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন