বিক্রম ব্যানার্জী, কলকাতা: হেডিংলির পর একটানা দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেছেন ভারতের তরুণ অধিনায়ক শুভমন গিল। এদিকে প্রথম টেস্টে সেঞ্চুরির পর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় আসরে শতরান গড়া থেকে 13 রান দূরে ছিলেন যশস্বী জয়সওয়াল। ফলত, সেই কারণেই বহু রেকর্ড হাতছাড়া হয়েছে ভারতের তরুণ ওপেনারের।
একদিকে যেমন রাহুল দ্রাবিড় থেকে বীরেন্দ্র সেহবাগের রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন তিনি, অন্যদিকে সুনীল গাভাস্কার সহ বেশ কয়েকজন ক্রিকেটারের রেকর্ড ছুঁই ছুঁই অবস্থায় ফিরে আসতে হয়েছে তাঁকে। তবে সেসব সত্ত্বেও সেঞ্চুরি না গড়েই মাত্র 87 রানকে পুঁজি করে 51 বছরের পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিলেন জয়সওয়াল।
51 বছরের পুরনো রেকর্ড উড়িয়ে দিলেন যশস্বী
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেই ফের হাত খুলেছিলেন ভারতের তারকা ওপেনার যশস্বী। তবে দুঃখের বিষয় ইংলিশ বোলারদের ছাতু করে 13টি চারের ঝড় তুললেও শেষ পর্যন্ত 107 বলে 87 রান করেই সেঞ্চুরির দরগোড়া থেকে ফিরে আসতে হয়েছিল তাঁকে।
ফলত, প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও শতরান হাঁকানোর আক্ষেপ ছিল জয়সওয়ালের, তবে সেই অপ্রাপ্তিকে ঘুঁচিয়ে দিয়েছে ভিন্ন সমীকরণ। আসলে, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট 87 রানের ইনিংস গড়েছিলেন ভারতীয় তারকা, আর সেই সূত্র ধরেই তিনি ভেঙে ফেলেন 1974 সালের জুলাইয়ে সুধীর নায়েকের করা 165 বলে 77 রানের রেকর্ড। হ্যাঁ, সেবার ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। তবে আপাতত তা অতীত। এজবাস্টনে 87 রানের লম্বা ইনিংস খেলে সুধীরের 51 বছরের রেকর্ড গুঁড়িয়ে দিলেন ভারতের তরুণ ওপেনার।
অবশ্যই পড়ুন: ক্ষমতা ছেড়েছেন মার্কেজ, ভারতীয় দলের দায়িত্ব নিতে পারেন মোহনবাগানের প্রাক্তন কোচ
উল্লেখ্য, 51 বছরের পুরনো রেকর্ড ভাঙলেও একাধিক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন যশস্বী। জানিয়ে রাখি, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 97 রান করলেই তিনি ভারতীয় ক্রিকেটার হিসেবে 2000 রান সম্পন্ন করে ফেলতেন। তবে তেমনটা হয়নি। তাছাড়াও সুনীল গাভাস্কারের পুরনো রেকর্ড ভাঙার সুযোগ না হলেও সেই সুযোগ এখনও রয়েছে জয়সওয়ালের কাছে। আসলে এই গাভাস্কারই 23টি টেস্ট খেলে ভারতীয় হিসেবে দ্রুততম 2000 রান করেছিলেন। কাজেই দ্বিতীয় টেস্টে ভারতের তরুণ ওপেনার জয়সওয়াল যদি আর 10 করতে পারতেন তবে আজ সুনীলের রেকর্ডের পাশে নাম হতো তাঁর।