বঙ্গ বিজেপিতে শমীক সূচনা, নয়া রাজ্য সভাপতিকে শুভেচ্ছায় ভরালেন শুভেন্দু

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বঙ্গ বিজেপির একাদশতম সভাপতির নাম উঠে এল। ছাব্বিশের ভোটের আগেই এবার সকলকে চমকে দিয়ে বিজেপির নয়া সভাপতির সিংহাসনে বসতে চলেছেন অন্যতম মহারথী শমীক ভট্টাচার্য। সঙ্গে বাড়ল কাজের দায়িত্ব। এতদিন ধরে আদি বনাম নব্য বিজেপির মধ্যে এই পদটি নিয়ে দ্বন্দ্ব চরমে উঠেছিল। তবে এবার রাজ্যে বিজেপির ব্যাটন যাচ্ছে শমীক ভট্টাচার্যের হাতে ৷

সভাপতি পদে শমীক ভট্টাচার্য

একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, অন্য দিকে, রাজ্যসভাপতি, এতদিন দুই দায়িত্বই সামলিয়ে আসছিলেন সুকান্ত মজুমদার। তবে অনেক আগেই জল্পনা রটে গিয়েছিল যে বিধানসভা নির্বাচনের আগেই নতুন রাজ্য সভাপতি নিযুক্ত করা হবে।

অনেকে মনে করছিলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বোধ হয় কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না অমিত শাহ এবং নরেন্দ্র মোদি। অবশেষে সেই জল্পনার আর কোনও অবকাশ থাকল না। শেষ পর্যন্ত এই পদের জন্য উপযুক্ত কর্মী হিসেবে বেছে নেওয়া হল শমীক ভট্টাচার্যকে।

নতুন-পুরোনো দ্বন্দ্ব মুছে ফেলার বার্তা শমীকের!

এদিকে দলের আদি কর্মী শমীক ভট্টাচার্যকে নয়া রাজ্য সভাপতি পদ দেওয়ায় বেশ খুশি বঙ্গ বিজেপির একাধিক নেতা কর্মী। আর থেকেই স্পষ্ট যে সভাপতি পদে নতুন মুখ নিয়ে কারোর কোনো বিদ্বেষ নেই। যদিও সভাপতি হওয়ার আগেই দলে নতুন-পুরোনো দ্বন্দ্ব মুছে ফেলার বার্তা দিয়েছিলেন শমীক ভট্টাচার্য।

তিনি জানিয়েছিলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে, জামানত বাজেয়াপ্ত হবে জেনেও যাঁরা ঘাম রক্ত ঝরিয়েছিলেন, তাঁরা থাকবেন। তাঁরা না থাকলে দল এ জায়গায় আসত না। আর যাঁরা নতুন এসেছেন, অত্যন্ত সক্রিয় ভাবে বিজেপি করছেন, তাঁরাও থাকবেন। ফলে নতুন ও পুরোনোর কোনও বিতর্ক থাকবে না।’

আরও পড়ুন: রাজ্যের সব কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ হাইকোর্টের

শুভেচ্ছা বার্তা শুভেন্দুর

অন্যদিকে নিজের দলের সতীর্থ কর্মীর এই নয়া পদ পাওয়ায় বেশ খুশি শুভেন্দু অধিকারী। তিনি সম্প্রতি তাঁর এক্স হ্যান্ডেলে শমীক ভট্টাচার্যের ছবি দিয়ে একটি শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, “বঙ্গ বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্যকে আমি অত্যন্ত আনন্দের সাথে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

এছাড়াও তিনি আরও জানিয়েছেন যে, “দলের আদর্শ ও মূল্যবোধের প্রতি আপনার দৃঢ় নিষ্ঠা এক অন্যতম অঙ্গীকার। এবং দলের বিকাশে আপনার এই অক্লান্ত প্রচেষ্টা ও অবদান সত্যিই অতুলনীয়। আমি নিশ্চিত আপনার নেতৃত্ব, আগামীদিনে পশ্চিমবঙ্গে বিজেপি সংগঠন এক অন্য মাত্রা পাবে।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

Leave a Comment