ইন্ডিয়া হুড ডেস্কঃ ২৪-এর লোকসভা ভোট মিটতে না মিটতেই বড় চমক দিল কেন্দ্রীয় সরকার। এমনিতে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকার সাধারণ মানুষের কল্যাণে প্রতিনিয়ত কিছু না কিছু করেই চলেছে। যার জেরে উপকৃত হচ্ছেন দেশের কোটি কোটি মানুষ। একটি শিশুর জন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষ অবধি, সকলের জন্যই কিছু না কিছু করে চলেছে কেন্দ্র থেকে শুরু করে নানা রাজ্যের সরকার। তবে এবার কেন্দ্রীয় সরকার যা করল তা শুনে ‘থ’ সকলে। আপনার বাড়িতেও কি কোনও বয়স্ক মানুষ আছেন? সত্তরোর্ধ্ব মানুষ আছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
বড় চমক কেন্দ্রের
আসলে এবার বয়স্ক মানুষদের চিকিৎসার ব্যাপারে বিরাট চমক আনল কেন্দ্রীয় সরকার। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কী সেই চমক? আসলে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এবার বিরাট ঘোষণা করে দিল কেন্দ্রের মোদী সরকার। এই আয়ুষ্মান কার্ড এমন একটি কার্ড যার মাধ্যমে কার্ডধারী প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন। এবার এই প্রকল্পে ভারত সরকার ৭০ বছর বা তার বেশি বয়সীদের এই প্রকল্পে যুক্ত করার কথা ঘোষণা করেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
সত্তরোর্ধ্বরাও পাবেন উন্নত চিকিৎসা পরিষেবা
জানা গিয়েছে, সরকারে ঘোষণার পর থেকে এবার কার্ডের আওতায় এসব ব্যক্তিরাও বিনামূল্যে চিকিৎসার সুবিধা নিতে পারবেন। কিন্তু এসবের মাঝেও প্রত্যেক প্রবীণ ব্যক্তি এর সুফল পাবেন কি না, তা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যাইহোক, বর্তমানে এই প্রকল্পে ৭,৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পরিমাণ গত বছরে ছিল ৬,৮০০ কোটি টাকা।