প্রতিপক্ষকে গুঁড়িয়ে ক্ষমতা বোঝাল মোহনবাগান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরাজয় দিয়ে কলকাতা লিগে যাত্রা শুরু করা মোহনবাগান অবশেষে ঘুরে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ডেগি কার্ডোজোর দল কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুরন্ত ফুটবল দেখিয়ে সবুজ মেরুন রঙে নিজেদের রাঙিয়ে নিয়েছে মোহনবাগানের ছেলেরা।

আসলে, কলকাতা লিগের প্রথম আসরে পুলিশ এসির কাছে পরাস্ত হওয়ার পর জয়ের খিদেটা যেন কয়েকগুণ বেড়ে গিয়েছিল সবুজ মেরুনের। আর সেই মেজাজ ধরে রেখেই বৃহস্পতিবার কালীঘাটকে 4-0 গোলে উড়িয়ে জয় তুলে নিল গোষ্ঠ পাল সরণির ক্লাব।

অবশেষে ছন্দে ফিরল মোহনবাগান

প্রথম ম্যাচে বাগানের ছেলেরা যে ছন্নছাড়া ফুটবল খেলেছে তেমনটা নয়, তবে শুরু থেকেই সতীর্থদের সাথে বোঝাপড়ার অভাব নিয়ে কলকাতা লিগের যাত্রাটা পরাজয় দিয়ে করতে হয়েছে ইস্টবেঙ্গল প্রতিবেশীকে। তাই হারের যন্ত্রণা বুকে নিয়েই কালীঘাটের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা দিতে নেমেছিল মোহনবাগান। আর সেই সূত্র ধরেই বাগান শিবিরের সৈনিকদের দাপটে কার্যত নাজেহাল অবস্থা হয়েছিল কালীঘাটের যোদ্ধাদের।

অবশ্যই পড়ুন: আর ভয় নেই বিদ্যুৎ বন্ধ হওয়ার, আদানির সমস্ত বকেয়া মিটিয়ে দিল বাংলাদেশ

এদিন 2-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মোহনবাগান। তবে ফিরে এসে কালীঘাটের ছেলেদের ওপর চাপটা যেন আরও কিছুটা বাড়িয়ে নিয়েছিল সবুজ মেরুন বাহিনী। তবে এ কথা বলতেই হয়, দ্বিতীয়ার্ধে 72 মিনিটের মাথায় বাগানের তরফে 4 গোল খাওয়া কালীঘাট শেষের দিকে জালে বল জড়ানোর আমরণ চেষ্টা করেছিল। তবে কথায় আছে, যার যত খিদে, তার তত সাফল্য!

এদিন বোধহয় কালীঘাটের থেকেও পুরনো পরাজয় যন্ত্রণার কারণে মোহনবাগানেরই জয়ের ইচ্ছাটা ছিল কয়েকশো গুণ। হয়তো সেই কারণেই বাগানের সকলে মিলে নিদারুণ পরিশ্রমের পর অবশেষে কলকাতা ফুটবল লিগে নিজেদের পুরনো মর্যাদা ফিরিয়ে এনেছে। হ্যাঁ, সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ! এই মন্ত্র নিয়েই অবশেষে কালীঘাটকে 4-0 গোলে উড়িয়ে জয়ের রাস্তায় ফিরল মোহনবাগান।

Leave a Comment