প্রীতি পোদ্দার: আজ লক্ষ্মীপুজো। বাঙালির ঘরে ঘরে আজ কোজাগরী লক্ষ্মী দেবীর আরাধনায় মেতে উঠবে আট থেকে আশি সকলেই। আর এই আবহেই ঘূর্ণাবর্ত এর চোখ রাঙানি ক্রমশই উদ্বেগের কারণ হয়ে উঠছে। এদিকে হাওয়া অফিস এর শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এবং এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল বরাবর। তবে একদিক থেকে বাঁচোয়া যে সরাসরি এর কোনো প্রভাব নেই বঙ্গে। উপকূলের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিম্নচাপের প্রভাবে বাংলায় প্রবেশ করা জলীয় বাষ্প ভোরের দিকে কুয়াশার পরিমান কিছুটা বাড়াবে।
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার, লক্ষ্মীপুজোর দিনে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে। বাতাসে যেহেতু জলীয় বাষ্প অত্যাধিক। তাই কিছুটা অস্বস্তি হবে দিনে। রাতে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ আবার কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দার্জিলিং কালিম্পং এর পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে নিচুর দিকে অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। সেখানে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে।