সপ্তাহের প্রথম কর্মদিবসে স্বস্তি দিলেও বুধবার থেকে আবার বৃষ্টি দক্ষিণবঙ্গে! ভারী বর্ষণের পূর্বাভাস দু’টি জেলায়

Published on:

weather

প্রীতি পোদ্দার: কখনও বৃষ্টি তো আবার কখনও রৌদ্রোজ্জ্বল আকাশ। বর্ষা বিদায়ের শেষ লগ্নে এসে আবহাওয়ার এমনই এক চিত্র ধরা পড়েছে গোটা বাংলায়। শুধু কি তাই, তার উপর আবার জোট বেঁধেছে ঘূর্ণিঝড়ও। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান সাগরের কাছে। যা আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর থেকে শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, আগামী ২৩ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়তে পারে। অর্থাৎ কালীপুজোর মুখে ফের ঘূর্ণিঝড়ের দুর্যোগ পোহাতে হবে বঙ্গবাসীকে।

আজকের আবহাওয়া

আজ সকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। বিকেলের দিকে হালকা আংশিক মেঘের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম। কিন্তু উত্তাল থাকবে সমুদ্র। নিরাপত্তার কারণে তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আশঙ্কা, ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত সমুদ্রে হাওয়ার গতি অনেকটাই বেশি থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ, সপ্তাহের প্রথম কর্মদিবসে উত্তরবঙ্গের পাঁচটি জেলার একটি না দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সেই পাঁচটি জেলা হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। সেখানকার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি তিনটি জেলায় অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। সেখানকার আবহাওয়া শুষ্ক থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোন অংশে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে আবহাওয়া। বিকেলের দিকে আকাশে আংশিক মেঘলা আকাশ থাকলেও থাকতে পারে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এই দুই জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া থাকবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন