প্রীতি পোদ্দার: নভেম্বরেও যেন শীতের আমেজ একদমই নেই। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের ভোগান্তি লেগেই রয়েছে। শীতের শুরুতে বাংলার একাধিক জেলায় দুর্যোগের ঘনঘটা লেগেই রয়েছে। আজও সকাল থেকে মেঘলা আকাশ জেলায় জেলায়। ভোরের দিকে কয়েক ঘণ্টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল কয়েকটি জেলা। বেলা গড়ালেই বদলাবে আবহাওয়া। তবে এখনই শীতের আগমন নেই রাজ্যে।
সাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মধ্য বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরের মধ্যভাগে অর্থাৎ কেরলা উপকূল সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের চিহ্ন পাওয়া গিয়েছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। অপর দিকে শ্রীলঙ্কা উপকূলের কাছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তবে এই দুইয়ের ঘূর্ণাবর্ত এর প্রভাব কোনো ভাবেই পড়বে না।
আজকের আবহাওয়া
সকাল থেকেই কুয়াশায় আবৃত চারিদিক। সঙ্গে আংশিক মেঘলা আকাশ। তবে বেলা বাড়তেই মেঘ কেটেই রোদের আভা দেখা দিয়েছে। পাশাপাশি কলকাতার আকাশও মূলত পরিষ্কার থাকবে। আজ বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে। আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। দক্ষিণবঙ্গ সহ মহানগরীর আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
গতকালের মত আজও উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় একদমই বৃষ্টি হবে না। অর্থাৎ সেখানকার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে এখনই উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা কোনো পরিবর্তন হবে না। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় কুয়াশা পরিস্থিতি তৈরি হবে।। এখন ঠান্ডা গরমের মিশেলে এক অদ্ভুত আবহাওয়া বজায় থাকবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের চিত্রও খানিকটা এক থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামীকাল বৃষ্টি হলেও হতে পারে। এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।