শীতের আবহেই ফের ঘূর্ণাবর্তের হুংকার বঙ্গোপসাগরে! কতটা প্রভাব ফেলবে দক্ষিণের জেলাগুলিতে?

Published on:

weather

প্রীতি পোদ্দার: শীতের মরশুম পরে গেলেও এখনও পর্যন্ত শীতের কোনো দেখা নেই। এদিকে বঙ্গোপসাগরে আরও এক ঘূর্ণাবর্তের আবির্ভাব হয়েছে। জানা গিয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যেটা কিনা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি করতে পারে। আশা করা যাচ্ছে এই নিম্নচাপ ক্রমেই তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলের দিকে চলে যাবে। তবে নিম্নচাপের কোনো প্রভাব দক্ষিণবঙ্গের উপরে পড়বে না।

এদিকে আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানা গিয়েছে আগামী পাঁচদিন পশ্চিমবঙ্গের কোনও জেলায় পারদ পতন হবে না। তবে আশা করা যাচ্ছে আগামী ১৫ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পারদ পতন শুরু হবে। আপাতত কুয়াশারও তেমন কোনও দাপট থাকবে না।

WhatsApp Community Join Now

আজকের আবহাওয়া

সকাল থেকেই আজ দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। তবে ভোরের দিকে অথবা সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে থাকতে পারে। কলকাতা শহরেও আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর একই থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ শনিবার, উত্তরবঙ্গের কোনও জেলায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই আটটি জেলার আবহাওয়া একদম শুষ্ক থাকবে। কুয়াশার আমেজ তৈরি হবে ভোর এবং সকালের দিকে। তবে সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের মত দক্ষিণবঙ্গেও আজ কোনও জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। আকাশে কোনো কালো মেঘের সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। তবে এখনই শীতের আগমন নয়। বাতাসে সামান্য জলীয় বাষ্প থাকার কারণে ভোরের দিকে এবং সকলের দিকে কুয়াশার আমেজ দেখা যাবে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গে দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এর তরফ থেকে। তবে বাকি জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের তিনটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টি হবে না।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন