প্রীতি পোদ্দার: নভেম্বরের প্রায় মাঝামাঝি সময় হয়ে গিয়েছে। কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। ভোরের দিকে শিরশিরানি ভাব থাকলেও বেলা বাড়তেই তা উধাও হয়ে যাচ্ছে। এরপর তীব্র রোদের দাপটে তাপমাত্রা খানিক বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাই সাধারণের মনে প্রশ্ন জাগছে যে পুরোপুরি ঠাণ্ডার আমেজ কবে পাওয়া যাবে?
এ প্রসঙ্গে আবহবিদরা জানালেন, ঠান্ডার আমেজের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী ১৫ নভেম্বর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। এই পরিবর্তনের ফলে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও শীতের আমেজ অনুভূত হবে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়বে না।
আজকের আবহাওয়া
আজ মঙ্গলবার, ভোর থেকেই গোটা শহর জুড়ে কুয়াশা এবং ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে খানিক বেলা বাড়তেই কুয়াশা কেটে গিয়ে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। ঠান্ডার আমেজ এলেও শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার কোনো হেরফের হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ উত্তরের দার্জিলিং এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি ছয়টি জেলায় অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। সেখানে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। এবং শুষ্ক আবহাওয়া দেখা যাবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। সেখানে শুষ্ক আবহাওয়া থাকবে। সকালে এবং ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যাবে। তবে বেলা বাড়তেই কুয়াশা এবং ধোঁয়াশা পরিস্থিতি কেটে যাবে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বুধবার, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টি হবে না। অন্যদিকে আগামীকাল উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি হবে না। সেখানে রোদ ঝলমলে পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।