প্রীতি পোদ্দার: কিছুদিন আগেও নভেম্বরের রোদে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছিল দক্ষিণবঙ্গ বাসী। এদিকে নভেম্বর মাসের দু’সপ্তাহ কেটে গেলেও বঙ্গে এখনই শীতের কামড় নেই ৷ তাই ভেবেই নেওয়া হয়েছিল শীত এবছর নাম মাত্র দেখা করে যাবে। তবে বাংলায় এখন একটু একটু করে হিমেল হাওয়ার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। রোদের তাপের সেই তীব্রতা নেই। গায়ে রোদ লাগলে অস্বস্তি হচ্ছে, তবে জ্বলে পুড়ে যাওয়ার অনুভূতি নেই। এদিকে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোর মধ্যে পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ইতিমধ্যেই রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। তাহলে কবে পড়বে শীত?
আজকের আবহাওয়া
আজ অর্থাৎ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দক্ষিণবঙ্গ সহ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে এবং ভোরের দিকে কুয়াশা এবং ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হবে। তবে বেলা বাড়তেই পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে এইমুহুর্তে আবহাওয়ার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আজ মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রির আশপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৯১ শতাংশ ও সর্বনিম্ন ৪৯ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া সেখানে শুষ্ক থাকবে। এদিকে আবার সেখানে আবহাওয়ার এখনই কোনো পরিবর্তন হচ্ছে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোনো জেলায় বৃষ্টি হবে না। তবে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। এইদিনও শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়া।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের কবঞ্জেলায় বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। সেখানকার আবহাওয়া শুষ্কই থাকবে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না। এরপর প্রতিটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা ধাপে-ধাপে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াাস কমে যাবে। অন্যদিকে, আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না।