অবশেষে রাজ্যে শীতের আগমন! তিন থেকে চার ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা,

Published on:

weather

প্রীতি পোদ্দার: আগেই হাওয়া অফিস জানিয়েছিল যে নভেম্বরের মাঝে অথবা নভেম্বরের শেষের দিকে বঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারে। আর সেই সম্ভাবনা এবার বাস্তবে রূপ নিল। ধীরে ধীরে রাজ্যে শীতের হওয়া লাগতে শুরু করেছে প্রতিটা জেলায়। তবে এই মুহূর্তে আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে বঙ্গোপসাগরের উপরে পশ্চিমবঙ্গের কাছাকাছি এই মুহূর্তে কোনও নিম্নচাপের সম্ভাবনা নেই। নিম্নচাপ রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। তার প্রভাবে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে।

আজকের আবহাওয়া

আজকে সকাল থেকেই আকাশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কুয়াশার মেঘ কেটে যাবে। হালকা মিষ্টি রোদের দেখা পাওয়া যাবে। শুষ্ক থাকবে আবহাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। সারাদিন আকাশ পরিষ্কার থাকবে, তবে ভোরের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা দেখা যেতে পারে। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের আমেজ আসতে চলেছে।

WhatsApp Community Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া

আজ, উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শুধুমাত্র দার্জিলিঙে বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। ওই জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। ওই সাতটি জেলায় বৃষ্টি হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ অর্থাৎ শুক্রবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এখানকার আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে একদমই বৃষ্টির কোনো রকম সতর্কতা জারি করা হয়নি। আজ থেকে ধাপে ধাপে সর্বনিম্ন তাপমাত্রার পরিবর্তন হবে।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবার, আজকের মতই দক্ষিণবঙ্গের আকাশ মেঘমুক্ত এবং পরিষ্কার থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে এবং ভোরের দিকে ঘন কুয়াশায় থাকবে শহর। অন্যদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিঙের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে।

বাছাই করা গুরুত্বপুর্ন খবর পেতে গ্রুপে যুক্ত হোন